Calcutta School of Tropical Medicine Jobs: ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। চাকরিপ্রার্থীদের উপযুক্ত যোগ্যতা থাকলে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা দিতে হবে। জেনে নিন আবেদনের শেষ তারিখ।
Jobs in Tropical Medicine: ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ও ইনসেক্ট কালেক্টর পদগুলিতে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। চাকরিপ্রার্থীদের চুক্তির ভিত্তিতে State Urban Development Agency (SUDA)-য় গবেষণার কাজ করতে হবে। আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে চাকরিপ্রার্থীদের।
Research Assistant – 01
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের জুলজিতে এমএসসি ডিগ্রি ছাড়াও নির্দিষ্ট ক্ষেত্রে ২ বছরের গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে।
Insect Collector – 01
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে জুলজিতে বিএসসি ডিগ্রি থাকা বাধ্যতামূলক। এই বিষয়ে বিশদে জানতে চাকরিপ্রার্থীদের অফিশিয়াল ওয়েবসাইটে নজর দিতে হবে।
Calcutta School of Tropical Medicine Jobs:
State Urban Development Agency (SUDA)-তে অস্থায়ী ভিত্তিতে এই গবেষণা প্রকল্পে নিয়োগ হচ্ছে। স্টাডিজ অন পপুলেশন ডাইনামিকস অ্যান্ড ইনসেক্টিসাইড-এর ভিত্তিতে এই কাজ করবেন নিযুক্তরা। বিধান নগর মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) এলাকায় ডেঙ্গুর পরিস্থিতি নিয়ে হবে কাজ। এই প্রকল্পের মেয়াদ এক বছর।
Jobs in Tropical Medicine: কীভাবে আবেদন করবেন
যোগ্য ও আগ্রহী প্রার্থীরা নিচের উল্লিখিত ঠিকানায় তাদের আবেদনপত্র পাঠাতে পারেন। শিক্ষাগত যোগ্যতা, জাত, বয়স, অভিজ্ঞতার শংসাপত্র ও কাজ সংক্রান্ত প্রাসঙ্গিক নথির সম্পর্কিত শংসাপত্র জমা দিতে হবে আবেদনপত্রের সঙ্গে।
শেষ তারিখ ও ঠিকানা: এনক্লোজার সহ আবেদনটি নিম্নলিখিত ঠিকানায় পৌঁছাতে হবে — দ্য ডিরেক্টর, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, কলকাতা, 108, সিআর অ্যাভিনিউ, কলকাতা-700073, 15/02/2022 তারিখে বা তার আগে আবেদনপত্রটি স্পিড পোস্ট/কুরিয়ারের মাধ্যমে পাঠান অথবা প্রতিষ্ঠানের নিচেরতলায় রাখা ড্রপ-বক্সে ফেলে দিন।
Official website of Calcutta School of Tropical Medicine — https://www.stmkolkata.org
Education Loan Information:
Calculate Education Loan EMI