নয়া দিল্লি : আপনার আধার কার্ডটা (Aadhaar Card) কি অনেক পুরনো ? মানে, অন্তত ১০ বছর আগে ইস্যু করা হয়েছে ? তারপর থেকে আর কখনও আপডেট করা হয়নি ? তাহলে আপনার হাতে আর ৭দিন সুযোগ আছে। এই সময়ের মধ্যে আপনি বিনামূল্যে আপডেট করে নিতে পারবেন আধারের তথ্য। আগামী ১৪ জুন পর্যন্ত অনলাইনেই এই সুযোগ দিচ্ছে Unique Identification Authority of India (UIDAI)। 


সাধারণত, আধার কার্ডে তথ্য আপডেট করতে হলে ৫০ টাকা খরচ করতে হয়। যদিও অনলাইনে ১৪ জুন পর্যন্ত ডেমোগ্রাফিক নথি কোনও খরচ ছাড়াই নথিভুক্ত করা যাবে। তবে, মনে রাখতে হবে বিনামূল্যের এই সুবিধা শুধুমাত্র myAadhaar পোর্টালেই পাওয়া যাবে।  


আপনার আধার কার্ডটি যদি প্রায় ১০ বছর আগে ইস্যু করা হয়ে থাকে এবং তার পর থেকে কখনও কোনও তথ্য আপডেট করেননি, অথচ আপনার তা করার প্রয়োজন রয়েছে। এরকম একটা পরিস্থিতিতে পরিচয়পত্রের প্রমাণ এবং ঠিকানার প্রমাণ আপলোড করার জন্য উৎসাহিত করছে UIDAI। যাতে ডেমিগ্রাফিক তথ্য পুনরায় বৈধকরণ করা যায়। এই আপডেট করে নিলে আরও ভাল পরিষেবা পাওয়া যাবে ।


কিন্তু, কীভাবে বিনামূল্যে এই পরিষেবা পাওয়া যাবে ?



  • আধার নম্বর ব্যবহার করে https://myaadhaar.uidai.gov.in/-এ লগইন করুন।

  • এর পরে 'proceed to update address' অপশনে যান।

  • আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটা OTP পাঠানো হবে।

  • এরপর ‘Document Update’-এ ক্লিক করতে হবে । তাতে গ্রাহকের তথ্য বেরিয়ে আসবে।

  • আধার কার্ডধারীকে যাবতীয় তথ্য খতিয়ে দেখে নিতে হবে। যদি দেখেন, সব ঠিক আছে, তাহলে পরের হাইপার লিঙ্কে ক্লিক করুন।

  • এরপর, যাঁর আধার কার্ড রয়েছে, তাঁকে পরিচয়পত্র ও ঠিকানার তথ্য বেছে নিতে হবে নীচের তালিকা থেকে।

  • ঠিকানার প্রমাণ হিসাবে স্ক্যান্ড কপি আপলোড করতে হবে এবং 'Submit' অপশন বেছে নিন। নথি আপডেট করার জন্য সংশ্লিষ্ট প্রমাণ আপলোড করুন।

  • তাতে আধার কার্ডের আপডেট করার অনুরোধ গ্রহণ করা হবে। এবং ১৪ সংখ্যার Update Request Number (URN) জেনারেট করা হবে।

  • UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে আপডেটেড তালিকা দেওয়া হবে।

  • Update Request Number (URN) ব্যবহার করে আধার ঠিকানার আপডেট চেক করে নেওয়া যাবে। একবার আপলোড হয়ে গেলে, আপডেটেড ভার্সন ডাউনলোড করে নিন। তার প্রিন্টও বের করে নিন।