Latest bank FD rates: গত বছরের মে মাস থেকেই স্থায়ী আমানতে (FD) সুদের হার বাড়িয়েছে ব্যাঙ্কগুলি। রিজার্ভ ব্যাঙ্ক ( RBI)টানা পাঁচবার রেপো রেট বৃদ্ধির ফলে (Fixed Deposit)-এ সুদ বাড়িয়েছে বিভিন্ন ব্যাঙ্ক। যদিও এপ্রিলের রিজার্ভ ব্যাঙ্কের অর্থনীতি সংক্রান্ত বৈঠকে কেন্দ্রীয় ব্যাঙ্ক রেপো রেট বৃদ্ধিতে বিরতি দিয়েছে।
ICICI Bank FD rates ICICI ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট (FD) স্কিম অফার করে যার সুদের হার বছরে 3.00% থেকে 7.10% । প্রবীণ নাগরিকদের অতিরিক্ত সুদ দেওয়া হয়। এই স্কিমের মেয়াদ 7 দিন থেকে 10 বছর পর্যন্ত। সেই ক্ষেত্রে প্রবীণরা 3.50% থেকে 7.60% সুদ পেয়ে থাকেন।
HDFC Bank FD ratesHDFC ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের মাধ্যমে আপনি 7 দিন থেকে 10 বছরের মধ্যে যেকোনও মেয়াদের জন্য আপনার অর্থ বিনিয়োগ করতে পারেন। আপনি এখানে বছরে 3% থেকে 7.1% পর্যন্ত সুদ পেতে পারেন। প্রবীণ নাগরিকরা বছরে 0.50% অতিরিক্ত সুদের হার উপভোগ করেন। 7 দিন থেকে 5 বছর মেয়াদের জন্য -3.5% থেকে 7.6% পেয়ে থাকেন তাঁরা।
Axis Bank FD ratesAxis Bank সাধারণেক জন্য বছরে 3.50-7.20% FD-তে সুদ দিয়ে থাকে। প্রবীণ নাগরিকদের জন্য বছরে 3.50-7.95% সুদ দেয় ব্যাঙ্ক। 7 দিন থেকে 10 বছরের মেয়াদে সিনিয়র নাগরিকদের দেওয়া হয় এই সুদ। এই হারগুলি 21 এপ্রিল থেকে কার্যকর হয়েছে৷
SBI FD ratesস্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) অনেক আকর্ষণীয় বৈশিষ্ট্য ও সুবিধা সহ 7 দিন থেকে 10 বছর পর্যন্ত মেয়াদের জন্য স্থায়ী আমানতের উপর আকর্ষণীয় সুদের হার অফার করে। সাধারণ জনগণের জন্য SBI বছরে FD সুদের হার 3.00% থেকে 7.10% । প্রবীণ নাগরিকদের জন্য এই FD রেট 3.50% প্রতি বছর থেকে 7.60 শতাংশ।
Post Office RD Scheme: শেয়ার বাজারের অস্থিরতায় এখনও নিশ্চিত লাভ খোঁজেন বিনিয়োগকারীরা। সেখানে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ছাড়াও পোস্ট অফিসের সরকারি প্রকল্পে বিনিয়োগের দিকে ঝোঁকেন অনেকেই। সরকারি এই ধরনের স্কিমে নিশ্চিত লাভের সঙ্গে পাওয়া যায় আর্থিক সুরক্ষা।
Small Savings Scheme: পোস্ট অফিস রেকারিং ডিপোজিট ভারতে বেতনভোগী মধ্যবিত্তদের জন্য একটি নির্ভরযোগ্য ও বিশ্বস্ত বিকল্প হয়ে উঠেছে এই স্কিম। বিনিয়োগকারীরা তাদের অর্থ এমন নিরাপদ বিকল্পগুলিতে বিনিয়োগ করতে চান যাতে ভাল রিটার্ন দেয়। বর্তমানে পোস্ট অফিস রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টটি ব্যাঙ্ক এফডি ও আরডি-র একটি চমৎকার বিকল্প হয়ে উঠেছে। কারণ এই স্কিম বেশি রিটার্ন দিয়ে থাকে।
Investment Plan: কারা খুলতে পারেন এই অ্যাকাউন্ট ?১০ বছরের বেশি বয়সী যে কেউ একটি পোস্ট অফিস RD অ্যাকাউন্ট খুলতে পারে। আমানতকারীরা ন্যূনতম ১০০ টাকার মাধ্যমে এখানে অ্যাকাউন্ট খুলতে পারেন। প্রতি মাসে ১০ টাকার গুণিতকে নিজেদের বিনিয়োগ বাড়াতে পারেন আমানতকারী। পোস্ট অফিস RD ৫.৮% সুদ দেয়, যা সরকার প্রতি ত্রৈমাসিকে নির্ধারণ করে।
আরও পড়ুন : Small Savings Scheme: এই স্কিমে ৩৩৩ টাকা দিয়ে পান ১৬ লাখ,জেনে নিন কীভাবে