Share Market Update: ফের বুল রানের ইঙ্গিত দিচ্ছে ভারতীয় শেয়ার বাজার। বিশ্ববাজারে মন্দার আবহেও ভাল অবস্থায় রয়েছে ভারতীরে অর্থনীতি। শুক্রবার সপ্তাহ শেষের বাজারে পাওয়া গেল সেই ইঙ্গিত।


Stock Market Closing: আজ কেমন গেল বাজার ? 
সপ্তাহের শেষ দিনে আজ প্রথম ট্রেডিং সেশনে, ভারতীয় শেয়ার বাজার দর্শনীয় উত্থানের সঙ্গে বন্ধ হয়েছে। বিনিয়োগকারীদের ব্যাপক কেনাকাটার কারণে সেনসেক্স 61,000 এবং নিফটি 18,000 পেরিয়েছে। আজকের লেনদেন শেষে, BSE সেনসেক্স 463 পয়েন্ট বেড়ে 61,112 এ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ 150 পয়েন্টের লাফ দিয়ে 18,065 পয়েন্টে বন্ধ হয়েছে।


Share Market Update: কোন সেক্টরের কী অবস্থা ?
আজকের লেনদেনে ব্যাঙ্কিং, অটো, আইটি, ফার্মা, এফএমসিজি, মেটাল, জ্বালানি, মিডিয়া, ইনফ্রা, স্বাস্থ্যপরিষেবা, তেল ও গ্যাস খাতের শেয়ারের দর বেড়েছে। কেবল উপভোক্তা খাতের স্টকগুলি সূচক পতনের সঙ্গে বন্ধ হয়েছে। আজকের বাণিজ্যে, নিফটির মিডক্যাপ সূচক 1.34 শতাংশ বা 390 পয়েন্টের লাফ দিয়ে দৌড় থামিয়েছে। স্মল ক্যাপ সূচকের স্টকগুলিও একটি দর্শনীয় বৃদ্ধির সাক্ষী হয়েছে। সেনসেক্সের 30টি স্টকের মধ্যে 22টি স্টক বেশি এবং 8টি স্টক পড়েছিল৷ নিফটির 50টি শেয়ারের মধ্যে 41টি শেয়ার বেড়েছে এবং 9টি শেয়ার কমে বন্ধ হয়েছে।


Stock Market Closing: কোন স্টকে বৃদ্ধি, কোথায় পতন ?
উইপ্রো 2.89 শতাংশ, নেসলে 2.77 শতাংশ, এসবিআই 2.32 শতাংশ, আইটিসি 2.24 শতাংশ, লারসেন 2.24 শতাংশ, টেক মাহিন্দ্রা আজকের বাণিজ্যে 1.95 শতাংশ বৃদ্ধির সাথে বন্ধ হয়েছে। পতনকারীদের মধ্যে, অ্যাক্সিস ব্যাঙ্ক 2.39 শতাংশ, এইচসিএল টেক 0.75 শতাংশ এবং টাইটান কোম্পানি 0.70 শতাংশ পতনের সাথে বন্ধ হয়েছে।


তবে আজ দুর্দান্ত ছুট দিয়েছে গ্লেনমার্ক। সবাইকে চমকে দিয়েছে গ্লেনমার্ক লাইফ সায়েন্সেস। আজ ৯ শতাংশ ওপরে উঠেছে স্টকের দাম। চতুর্থ ত্রৈমাসিকের ভাল রেজাল্টের পরে আজ এই দৌড় দেখিয়েছে স্টক। এদিন ৫২ সপ্তাহের ওপরে দাম ছুঁয়ে ফেলল গ্লেনমার্ক লাইফ সায়েন্সেস। সোমবার এই স্টকের দিকে নজর থাকবে সবার।


Share Market Update: বিনিয়োগকারীদের সম্পদ বাড়ল কত ?
স্টক মার্কেট দর্শনীয় বুমের কারণে 2.50 লক্ষ কোটি টাকারও বেশি বেড়েছে। শুক্রবারের অধিবেশনে, BSE-তে তালিকাভুক্ত কোম্পানিগুলির বাজার মূলধন বেড়েছে 271.71 লাখ কোটি টাকা, যা বৃহস্পতিবার ছিল 269.07 লাখ কোটি টাকা। আজকের অধিবেশনে, বিনিয়োগকারীদের সম্পদে 2.64 লক্ষ কোটি টাকা বেড়েছে।


আরও পড়ুন : Aadhaar Update: আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কি আধারের সঙ্গে যুক্ত আছে? এই সহজ ধাপে দেখে নিন অনলাইনে