Bank News: আগামী মাসে ব্যাঙ্কে (Bank News) গিয়ে ফিরে আসতে হতে পারে। ব্যাঙ্কের ছুটির (Bank Holiday in August)  তালিকা না জেনে শাখায় গেলে ভুগতে হবে আপনাকেই। ইতিমধ্য়েই অগাস্টে  ব্যাঙ্ক ছুটির তালিকা প্রকাশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। তালিকা বলছে,আগামী মাসে ১৪ দিনের ছুটি থাকবে ব্যাঙ্কে।


Bank Holiday 2023: দেখে নিন অগাস্টে কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক
অগস্ট মাসে  ব্যাঙ্কে অনেক ছুটি থাকে। উৎসব, জন্মদিন ও শনি ও রবিবারের কারণে আগামী মাসে অনেক দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের কারণে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। এছাড়াও ওনাম, রাখি বন্ধনের কারণে দেশের অনেক জায়গায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। আপনার যদি আগামী মাসে ব্যাঙ্কে কিছু গুরুত্বপূর্ণ কাজ থাকে,তাহলে আগে থেকে ছুটির তালিকা জেনে নিন।


RBI: অগাস্টে এত দিনগুলিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে
6 অগাস্ট 2023- এই দিন রবিবারের কারণে সারা দেশে ছুটি থাকবে
8 অগাস্ট2023- গ্যাংটকের টেন্ডং লো রাম ফ্যাটের কারণে ছুটি থাকবে
12 অগাস্ট 2023- সারা দেশে দ্বিতীয় শনিবার ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে
13 অগাস্ট 2023- রবিবারের কারণে সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে
15 অগাস্ট 2023- স্বাধীনতা দিবসের কারণে সারা দেশে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে
16 অগাস্ট2023- পার্সি নববর্ষের কারণে মুম্বাই, নাগপুর এবং বেলাপুরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
18 অগাস্ট 2023- শ্রীমন্ত শঙ্করদেব তিথির কারণে গুয়াহাটিতে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
20 অগাস্ট 2023- রবিবার সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে
26 অগাস্ট2023- চতুর্থ শনিবার সারা দেশে ব্যাঙ্ক ছুটি থাকবে
27 অগাস্ট 2023- রবিবার সারা দেশে ব্যাঙ্ক ছুটি থাকবে
28 অগাস্ট 2023- প্রথম ওনামের কারণে কোচি এবং তিরুঅনন্তপুরমে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে
29 অগাস্ট 2023- তিরুঅনন্তপুরমের কারণে কোচি এবং তিরুঅনন্তপুরমে ব্যাঙ্ক ছুটি
30 অগাস্ট- রাখি বন্ধনের কারণে জয়পুর এবং সিমলায় ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে
31 অগাস্ট 2023- দেরাদুন, গ্যাংটক, কানপুর, কোচি, লখনউ এবং তিরুঅনন্তপুরমে রাখি বন্ধন/শ্রী নারায়ণ গুরু জয়ন্তী/পাং-লাহাবসোলের কারণে ব্যাঙ্ক ছুটি।


Bank Holidays  2023 : রিজার্ভ ব্যাঙ্কের অফিশিয়াল সাইট দেখে নিন
রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা অনুসারে, প্রতি মাসের রবিবার ছাড়াও দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্কগুলি বন্ধ থাকে। ব্যাঙ্কের ছুটির বিষয়ে আরও তথ্যের জন্য আপনি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল লিঙ্ক https://rbi.org.in/Scripts/HolidayMatrixDisplay.aspx-  এ যেতে পারেন।


Bank Holidays List in 2023:  Reserve Bank Of India(RBI)-এর নিয়ম অনুসারে কোনও ব্যাঙ্কের ছুটির দিন তিনটি বিষয়ের ওপর নির্ধারণ করা হয়। 'হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট', 'হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অ্যান্ড রিয়েল টাইম গ্রস সেটলমেন্ট হলিডে'। এছাড়া রয়েছে-'ব্যাঙ্কস ক্লোজিং অফ অ্যাকাউন্টস'। দেশে সব ব্যাঙ্কের ছুটি একসঙ্গে নাও থাকতে পারে। রাজ্যের উৎসবের ভিত্তিতেই অনেক ক্ষেত্রে ব্যাঙ্ককর্মীদের ছুটি হয়ে থাকে। তবে এটিএম ও ডিজিটাল পরিষেবা চালু থাকবে ব্যাঙ্কগুলির।


বর্তমানে ডিজিটাল ব্যাঙ্কিংয়ের কারণে ঘরে বসেই হয়ে যায় টাকা পাঠানোর কাজ। তবে কিছু ক্ষেত্রে ব্যাঙ্কে যেতে হয়। তাই আগামী মাসে ব্যাঙ্কে যাওয়ার আগে ছুটির তালিকা দেখে নিন। না হলে ব্যাঙ্কে গিয়েও খালি হাতে ফিরে আসতে হবে আপনাকে।


আরও পড়ুন Stock Market: টাকা খরচ না করেই নতুন শেয়ার, এই স্টকে বিনিয়োগকারীরা লটারি পাবেন