Bank Holidays in February 2022:  ফেব্রুয়ারির আর মাত্র কয়েকদিন বাকি। তার আগেই আাগামী মাসের ব্যাঙ্কে ছুটির তালিকা প্রকাশ করল RBI। রিজার্ভ ব্যাঙ্ক্ অফ ইন্ডিয়া (Reserve Bank of India)জানিয়েছে, ফেব্রুয়ারিতে মোট ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। মনে রাখবেন, এই ছুটির মধ্যে শনি ও রবিবারের ছুটিও ধরা হয়েছে।


Bank Holidays in Feb: ফেব্রুয়ারি মাসে বসন্ত পঞ্চমী, গুরু রবিদাস জয়ন্তী উপলক্ষে সারা দেশে একযোগে ছুটি থাকবে। এর পাশাপাশি কিছু রাজ্যে বিশেষ ছুটির কারণে ব্যাঙ্কগুলিও বন্ধ থাকবে। সব মিলিয়ে ফেব্রুয়ারিতে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্কগুলি। এবার দেখে নিন, ফেব্রুয়ারি মাসের ব্যাঙ্ক হলিডে (Bank Holiday) এর পুরো তালিকা।


ছুটির সম্পূর্ণ তালিকা দেখুন


2 ফেব্রুয়ারি - সোনম লোছার (গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে)


5 ফেব্রুয়ারি - সরস্বতী পূজা / শ্রী পঞ্চমী / বসন্ত পঞ্চমী (আগরতলা, ভুবনেশ্বর, কলকাতায় ব্যাঙ্ক বন্ধ)


ফেব্রুয়ারি 6 - প্রথম রবিবার


12 ফেব্রুয়ারি - মাসের দ্বিতীয় শনিবার


13 ফেব্রুয়ারি - দ্বিতীয় রবিবার


15ই ফেব্রুয়ারি- মোহম্মদ হযরত আলির জন্মদিন/লুই-নাগাই-নি (ইম্ফল, কানপুর, লখনউতে ব্যাঙ্ক বন্ধ)


16 ফেব্রুয়ারি - গুরু রবিদাস জয়ন্তী (চণ্ডীগড়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে)


18 ফেব্রুয়ারি - দোলযাত্রা (কলকাতায় ব্যাঙ্ক বন্ধ থাকবে)


19 ফেব্রুয়ারি - ছত্রপতি শিবাজী মহারাজ জয়ন্তী (বেলাপুর, মুম্বাই, নাগপুরে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে)


20 ফেব্রুয়ারি - তৃতীয় রবিবার


26 ফেব্রুয়ারি - মাসের চতুর্থ শনিবার


27 ফেব্রুয়ারি - চতুর্থ রবিবার


Bank Holidays February 2022: রিজার্ভ ব্যাঙ্কের অফিশিয়াল সাইট দেখে নিন
রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা অনুসারে, প্রতি মাসের রবিবার ছাড়াও দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্কগুলি বন্ধ থাকে। ব্যাঙ্কের ছুটির বিষয়ে আরও তথ্যের জন্য আপনি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল লিঙ্ক https://rbi.org.in/Scripts/HolidayMatrixDisplay.aspx  -এ যেতে পারেন।


Bank Holidays List in 2022 :  Reserve Bank Of India(RBI)-এর নিয়ম অনুসারে কোনও ব্যাঙ্কের ছুটির দিন তিনটি বিষয়ের ওপর নির্ধারণ করা হয়। 'হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট', 'হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অ্যান্ড রিয়েল টাইম গ্রস সেটলমেন্ট হলিডে'। এছাড়া রয়েছে-'ব্যাঙ্কস ক্লোজিং অফ অ্যাকাউন্টস'। দেশে সব ব্যাঙ্কের ছুটি একসঙ্গে নাও থাকতে পারে। রাজ্যের উৎসবের ভিত্তিতেই অনেক ক্ষেত্রে ব্যাঙ্ককর্মীদের ছুটি হয়ে থাকে। তবে এটিএম ও ডিজিটাল পরিষেবা চালু থাকবে ব্যাঙ্কগুলির।