Bank Holidays in October 2022: উৎসবের আবহে অক্টোবরের শেষ ১১ দিনে মাত্র ২ দিন খোলা থাকবে ব্যাঙ্ক। তাই মাসের শেষে ব্যাঙ্কে যাওয়ার আগে দেখে নিন দেশের ব্যাঙ্কের ছুটির তালিকা। 


 আজ শুক্রবার ২১ অক্টোবর থেকে ব্যাঙ্কগুলি টানা কয়েকদিন বন্ধ থাকবে। পরের সপ্তাহে দীপাবলি (Diwali 2022) ভাই ফোঁটা,  ছট পূজার কারণে ব্যাঙ্কগুলিতে দীর্ঘ দিন ছুটি থাকবে। অক্টোবরের বাকি ১১ দিনের মধ্যে প্রায় ৮ দিন বন্ধ থাকবে সারাদেশের ব্যাঙ্কগুলি। এই ৮ দিনের মধ্যে ৪ দিন দেশের প্রায় সব ব্যাঙ্কে ছুটি থাকবে। অন্যদিকে, রাজ্যগুলির উত্সব অনুসারে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।


Bank Holidays: অক্টোবরে বাকি দিনগুলিতে ব্যাঙ্ক ছুটির তালিকা


২২ অক্টোবর - চতুর্থ শনিবার
২৩ অক্টোবর - রবিবার
২৪ অক্টোবর – কালী পূজা/দীপাবলি/নরক চতুর্দশী) (গ্যাংটক, হায়দরাবাদ, ইম্ফল ছাড়া সারা দেশে ছুটি)
২৫ অক্টোবর – লক্ষ্মী পূজা/দীপাবিল/গোবর্ধন পূজা (গ্যাংটক, হায়দরাবাদ, ইম্ফল, জয়পুরে ছুটি)
২৬ অক্টোবর – গোবর্ধন পূজা/বিক্রম সম্বত নববর্ষের দিন/ভাই ফোঁটা/দীপাবলি (বালি প্রতিপদ)/লক্ষ্মী পূজা (আমদাবাদ, বেঙ্গালুরু, দেরাদুন, গ্যাংটক, জম্মু, কানপুর, লখনউ, মুম্বই, নাগপুর, সিমলা)
২৭ অক্টোবর – ভাই দুজ / চিত্রগুপ্ত জয়ন্তী / লক্ষ্মী পূজা / দীপাবলি / নিঙ্গোল চাক্কুবা (গ্যাংটক, ইম্ফল, কানপুর, লখনউতে ছুটি)
৩০অক্টোবর - রবিবার
৩১অক্টোবর – সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন / সূর্য ষষ্ঠী দালা ছট (সকাল অর্ঘ্য) / ছট পূজা (আহমদাবাদ, রাঁচি ও পাটনায় ছুটি)


Bank Holidays October 2022: রিজার্ভ ব্যাঙ্কের অফিশিয়াল সাইট দেখে নিন
রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা অনুসারে, প্রতি মাসের রবিবার ছাড়াও দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্কগুলি বন্ধ থাকে। ব্যাঙ্কের ছুটির বিষয়ে আরও তথ্যের জন্য আপনি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল লিঙ্ক https://rbi.org.in/Scripts/HolidayMatrixDisplay.aspx  - এ যেতে পারেন।


Bank Holidays List in 2022 :  Reserve Bank Of India(RBI)-এর নিয়ম অনুসারে কোনও ব্যাঙ্কের ছুটির দিন তিনটি বিষয়ের ওপর নির্ধারণ করা হয়। 'হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট', 'হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অ্যান্ড রিয়েল টাইম গ্রস সেটলমেন্ট হলিডে'। এছাড়া রয়েছে-'ব্যাঙ্কস ক্লোজিং অফ অ্যাকাউন্টস'। দেশে সব ব্যাঙ্কের ছুটি একসঙ্গে নাও থাকতে পারে। রাজ্যের উৎসবের ভিত্তিতেই অনেক ক্ষেত্রে ব্যাঙ্ককর্মীদের ছুটি হয়ে থাকে। তবে এটিএম ও ডিজিটাল পরিষেবা চালু থাকবে ব্যাঙ্কগুলির।


আরও পড়ুন : Digilocker App: ঘরে বসেই ডিজিলকারে পান পেনশন সার্টিফিকেট, এই সহজে ধাপে হাতে শংসাপত্র