July Bank Holidays 2023: জুলাইতে ব্যাঙ্কে কাজ থাকলে আগে থেকে জেনে নিন ছুটির তালিকা (Bank Holidays)। না হলে শাখায় গিয়ে ফিরে আসতে হবে।


ইতিমধ্যেই ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) জুলাই 2023-এর জন্য ব্যাঙ্ক ছুটির তালিকা প্রকাশ করেছে৷ জুলাই মাসে প্রথাগত সপ্তাহ শেযের ছুটির পাশাপাশি, নানা অনুষ্ঠানের কারণে বহু রাজ্যে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে৷ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) নির্দেশিকা অনুসারে, নির্দিষ্ট রাজ্যের উপর নির্ভর করে কিছু আঞ্চলিক ছুটির সঙ্গে সব সরকারি ছুটির দিনে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। সেই ক্ষেত্রে আঞ্চলিক ছুটির দিনগুলি রাজ্য সরকার ঠিক করবে।


জুলাই 2023-এ ব্যাঙ্ক ছুটির সম্পূর্ণ তালিকা


2 জুলাই, 2023: রবিবার
5 জুলাই, 2023: গুরু হরগোবিন্দ সিং জয়ন্তী- জম্মু ও শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
জুলাই 6, 2023: মিজো হমেইছে ইনসুইখওম পাওল (MHIP) দিবস- মিজোরামে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে
জুলাই 8, 2023: দ্বিতীয় শনিবার
জুলাই 9, 2023: রবিবার
11 জুলাই, 2023: কের পূজা- ত্রিপুরায় ব্যাঙ্ক বন্ধ থাকবে
13 জুলাই, 2023: ভানু জয়ন্তী- সিকিমে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে
জুলাই 16, 2023: রবিবার
জুলাই 17, 2023: ইউ তিরোট সিং ডে- মেঘালয়ে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে
21 জুলাই, 2023: দ্রুকপা শে-জি - সিকিমে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে
22 জুলাই, চতুর্থ শনিবার
23 জুলাই, 2023: রবিবার
28 জুলাই, 2023: আশুরা - জম্মু ও কাশ্মীরে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে
জুলাই 29, 2023: মহরম (তাজিয়া)
30 জুলাই, 2023: রবিবার


Bank Holidays  2023 : রিজার্ভ ব্যাঙ্কের অফিশিয়াল সাইট দেখে নিন
রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা অনুসারে, প্রতি মাসের রবিবার ছাড়াও দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্কগুলি বন্ধ থাকে। ব্যাঙ্কের ছুটির বিষয়ে আরও তথ্যের জন্য আপনি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল লিঙ্ক https://rbi.org.in/Scripts/HolidayMatrixDisplay.aspx-   এ যেতে পারেন।


Bank Holidays List in 2023:  Reserve Bank Of India(RBI)-এর নিয়ম অনুসারে কোনও ব্যাঙ্কের ছুটির দিন তিনটি বিষয়ের ওপর নির্ধারণ করা হয়। 'হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট', 'হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অ্যান্ড রিয়েল টাইম গ্রস সেটলমেন্ট হলিডে'। এছাড়া রয়েছে-'ব্যাঙ্কস ক্লোজিং অফ অ্যাকাউন্টস'। দেশে সব ব্যাঙ্কের ছুটি একসঙ্গে নাও থাকতে পারে। রাজ্যের উৎসবের ভিত্তিতেই অনেক ক্ষেত্রে ব্যাঙ্ককর্মীদের ছুটি হয়ে থাকে। তবে এটিএম ও ডিজিটাল পরিষেবা চালু থাকবে ব্যাঙ্কগুলির।


বর্তমানে ডিজিটাল ব্যাঙ্কিংয়ের কারণে ঘরে বসেই হয়ে যায় টাকা পাঠানোর কাজ। তবে কিছু ক্ষেত্রে ব্যাঙ্কে যেতে হয়। তাই আগামী মাসে ব্যাঙ্কে যাওয়ার আগে ছুটির তালিকা দেখে নিন। না হলে ব্যাঙ্কে গিয়েও খালি হাতে ফিরে আসতে হবে আপনাকে।


আরও পড়ুন: How to buy US Stocks: ঘরে বসে আমেরিকান মার্কেটে ট্রেড,কিনতে পারবেন অ্যাপল-গুগলের শেয়ার,জানুন কীভাবে