Bank News:  অক্টোবর শেষ হতে আর কয়েকদিন বাকি। নভেম্বরে ব্যাঙ্কে কোনও কাজ থাকলে আগেভাগেই জেনে নিন গুরুত্বপূর্ণ তথ্য। অন্যথায় ছুটির দিনে ব্যাঙ্কে গিয়ে ফিরে আসতে হবে আপনাকে। দেখে নিন, নভেম্বর মাসে ব্যাঙ্ক হলিডের তালিকা ।


Bank Holidays Nov 2022: ১০ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে


মাসে কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকে সে বিষয়ে অনেক সময় মানুষ অবগত থাকে না। এই তথ্যের অভাবে তিনি ব্যাঙ্কে পৌঁছালে তার গুরুত্বপূর্ণ কাজ আটকে যায়। এই অবস্থায়, আপনি যদি এই সমস্যা এড়াতে চান, তাহলে জেনে নিন নভেম্বর মাসে ব্যাঙ্কে ছুটির তালিকা।


নভেম্বরে মোট ১০ দিন ব্যাঙ্ক বন্ধ 
১ নভেম্বর - কন্নড় রাজ্যোৎসব/কুট - ব্যাঙ্গালোর ও ইম্ফলে ব্যাঙ্ক বন্ধ


৬ নভেম্বর - রবিবার (সাপ্তাহিক ছুটি)


৮ নভেম্বর - গুরু নানক জয়ন্তী/কার্তিকা পূর্ণিমা/রাহস পূর্ণিমা/ভাঙ্গালা উৎসব - আগরতলা, ব্যাঙ্গালোর, গ্যাংটক, গুয়াহাটি, ইম্ফল, কোচি, 
পানাজি, পাটনা, শিলং এবং তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ


১১ নভেম্বর - কনকদাসা জয়ন্তী / ওয়াংলা উৎসব - ব্যাঙ্গালোর এবং শিলং-এ ব্যাঙ্ক বন্ধ


১২ নভেম্বর - শনিবার (মাসের ২য় শনিবার)


১৩ নভেম্বর - রবিবার (সাপ্তাহিক ছুটি)


২০ নভেম্বর - রবিবার (সাপ্তাহিক ছুটি)


২৩ নভেম্বর - সেং কুতসানেম- শিলং-এ ব্যাঙ্ক বন্ধ


২৬ নভেম্বর - শনিবার (মাসের চতুর্থ শনিবার)


২৭ নভেম্বর - রবিবার (সাপ্তাহিক ছুটি)


Bank Holidays November 2022: রিজার্ভ ব্যাঙ্কের অফিশিয়াল সাইট দেখে নিন
রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা অনুসারে, প্রতি মাসের রবিবার ছাড়াও দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্কগুলি বন্ধ থাকে। ব্যাঙ্কের ছুটির বিষয়ে আরও তথ্যের জন্য আপনি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল লিঙ্ক https://rbi.org.in/Scripts/HolidayMatrixDisplay.aspx   - এ যেতে পারেন।


Bank Holidays List in 2022 :  Reserve Bank Of India(RBI)-এর নিয়ম অনুসারে কোনও 
ব্যাঙ্কের ছুটির দিন তিনটি বিষয়ের ওপর নির্ধারণ করা হয়। 'হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট', 'হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অ্যান্ড রিয়েল টাইম গ্রস সেটলমেন্ট হলিডে'। এছাড়া রয়েছে-'ব্যাঙ্কস ক্লোজিং অফ অ্যাকাউন্টস'। দেশে সব ব্যাঙ্কের ছুটি একসঙ্গে নাও থাকতে পারে। রাজ্যের উৎসবের ভিত্তিতেই অনেক ক্ষেত্রে ব্যাঙ্ককর্মীদের ছুটি হয়ে থাকে। তবে এটিএম ও ডিজিটাল পরিষেবা চালু থাকবে ব্যাঙ্কগুলির।


SBI SMS Alert: অনলাইনে বিদ্যুতের বিল জমা দেন ? তাহলে খুব সাবধান !