নয়াদিল্লি : বিশাল সংখ্যায় নিয়োগ করতে চলেছে দেশের অন্যতম ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ বরোদাও। ৪ হাজার অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে। দেশজুড়ে হবে এই নিয়োগ। স্নাতকধারীরা পরীক্ষায় বসতে পারেন। প্রতি মাসে স্টাইপেন্ট মিলবে ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত। এটা অবশ্য নির্ভর করবে স্থান ও ভূমিকার উপর । আজ ১৯ ফেব্রুয়ারি থেকেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে ১১ মার্চ পর্যন্ত চলবে।
কীভাবে আবেদন করবেন ?
অ্যাপ্রেন্টিসশিপের জন্য নীচের দেওয়া ধাপে আবেদন করতে পারেন চাকরিপ্রার্থীরা।
প্রথম ধারে, Bank of Baroda-র অফিসিয়াল রিক্রুটমেন্ট পোর্টাল bankofbaroda.in-এ যেতে হবে।
দ্বিতীয় ধাপে, Apprentice Recruitment 2025 পরীক্ষার “Apply Online” লিঙ্কে ক্লিক করতে হবে।
তৃতীয় ধাপে, বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর ব্যবহার করে লগইন ক্রেডেশিয়ালের জন্য পোর্টালে রেজিস্টার করুন।
চতুর্থ ধাপে, সেই Credentials বা পরিচয়পত্র ব্যবহার করে লগইন করুন এবং আবেদনপত্র পূরণ করুন। পছন্দের রাজ্য ও পদ বেছে নিন।
পঞ্চম ধাপে, ফর্ম পূরণ হয়ে গেলে তা জমা করে দিন এবং ভবিষ্যতে ব্যবহারের জন্য নিজের কাছে কনফার্মেশন পেজ সেভ করে রাখুন।
Bank of Baroda Apprentice: যোগ্যতামান
যে কোনও স্ট্রিম নিয়ে স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক স্তরে পাশ করে থাকতে হবে।
আবেদনের তারিখে চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে। রিজার্ভড ক্যাটেগরির জন্য বয়সসীমায় ছাড় থাকবে সরকারি নিয়মে।
আবেদনকারীকে ভারতীয় হতে হবে
যে রাজ্যে/অঞ্চলের জন্য আবেদন করছেন সেখানকার স্থানীয় ভাষায় ন্যূনতম দক্ষতা থাকতে হবে।
চাকরিপ্রার্থীর বৈধ আধার কার্ড থাকতে হবে । ভেরিফিকেশনের জন্য অন্যান্য প্রয়োজনীয় নথিও প্রয়োজন।
নিয়োগ প্রক্রিয়া-
অনলাইন পরীক্ষা, নথি যাচাই, ভাষা দক্ষতা ও মেডিক্যাল ফিটনেসের ভিত্তিতে নিয়োগ করা হবে।
এদিকে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করবে Union Bank of India। প্রচুর সংখ্যক নিয়োগ করা হবে। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ব্যাঙ্কের তরফে। যোগ্য প্রার্থীরা ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাই unionbankofindia.co.in. অর্থাৎ অনলাইনে আবেদন করতে পারেন। ২৬৯১টি পোস্টে নিয়োগ করবে ব্যাঙ্ক। আজ ১৯ ফেব্রুয়ারি থেকেই শুরু রেজিস্ট্রেশন প্রক্রিয়া। আগামী ৫ মার্চ পর্যন্ত চলছে। কিন্তু, এই পরীক্ষায় বসতে হলে কী যোগ্যতা প্রয়োজন ? কীভাবেই বা হবে নিয়োগ এবং এই সংক্রান্ত অন্যান্য তথ্য জেনে নিন।
এই লিঙ্কে ; এই ডিগ্রি থাকলেই হবে, প্রচুর সংখ্যায় নিয়োগ করতে চলেছে Union Bank of India; আবেদনের শেষ তারিখ কবে ?
ডিসক্লেমার : পরীক্ষা সংক্রান্ত আরও এবং পুঙ্খানুপুঙ্খ তথ্যের জন্য ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন।