কলকাতা: হঠাৎ নগদের দরকার হলে এখন ব্যাঙ্কে যাওয়ার প্রয়োজন হয় না। এটিএম (ATM)-এ ডেবিট কার্ডের (Debit Card) মাধ্যমেই চটজলদি তুলে নেওয়া যায় নগদ। পাশাপাশি অনলাইন শপিং (Online Shopping) থেকে শুরু করে কার্ড পেমেন্টের জন্যও প্রয়োজন হয় ডেবিট কার্ডের। ফলে হঠাৎ ডেবিট কার্ড ডিঅ্যাক্টিভ হয়ে গেলে সমস্যা তৈরি হয়। 


ডেবিট কার্ড নিয়েই বিশেষ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Central Bank of India)। গ্রাহকদের জন্য় ওই বিজ্ঞপ্তিতে ডেবিট কার্ড সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়েছে।    


কী বলা হয়েছে সেই বিজ্ঞপ্তিতে:
X-হ্যান্ডেলে সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গাইডলাইন (Guideline) অনুযায়ী ডেবিট কার্ডের পরিষেবা পেতে গেলে চালু (Valid) মোবাইল নম্বর প্রয়োজন।        


সেই কারণেই গ্রাহকদের তাঁদের অ্যাকাউন্টের জন্য় দেওয়া মোবাইল নম্বর আপডেট (Mobile Number Update) করতে বল  হয়েছে। যাঁদের মোবাইল নম্বর নেই, তাদের চালু মোবাইল নম্বর রেজিস্টার করতে বলা হয়েছে।             


সময়সীমা কবে?
অ্যাকাউন্টের সঙ্গে মোইল নম্বর যুক্ত করার কাজটি নির্দিষ্ট সময়সীমার মধ্যেই সেরে ফেলতে হবে। চলতি বছরের ৩১ অক্টোবরের মধ্যেই মোবাইল নম্বর রেজিস্টার বা আপডেটের (Mobile Number Update) কাজটি সেরে ফেলতে হবে। সংশ্লিষ্ট ব্যাঙ্কের শাখায় গিয়ে এই কাজটি সেরে ফেলতে হবে। নয়তো ডেবিট কার্ডের যাবতীয় পরিষেবা বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। 



সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে একাধিক ডেবিট কার্ডের অপশন রয়েছে। ব্যাঙ্কের ওয়েবসাইট অনুযায়ী- Rupay Select Wellness Card, Rupay Platinum Debit Card, Rupay Classic Debit Card-সহ একাধিক ডেবিট কার্ড রয়েছে। এক একটি সুবিধা এক একরকম। গ্রাহকরা তাঁদের পছন্দমতো ডেবিট কার্ডের ব্যবহার করতে পারেন। 


নিয়ম পরিবর্তন:
1 অক্টোবর, 2023 থেকে ক্রেডিট (Credit Card) এবং ডেবিট কার্ড (Debit Card) সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ নিয়মে পরিবর্তন হতে চলেছে৷ অক্টোবর থেকে নতুন ক্রেডিট এবং ডেবিট কার্ড কেনার সময় গ্রাহকরা তাদের কার্ডের নেটওয়ার্ক প্রদানকারী নির্বাচন করার স্বাধীনতা পাবেন৷ এখন গ্রাহকরা ক্রেডিট এবং ডেবিট কার্ড নেওয়ার ক্ষেত্রে আরও স্বাধীনতা পাবেন।


আরও পড়ুন: বিমানে ব্যবহার করা যাবে না পারফিউম ! এঁদের ওপর নিষেধাজ্ঞার খাঁড়া