Central Government Family Pension Rules: ফ্যামিলি পেনশন পাওয়ার জন্য পোহাতে হবে না কোনও ধরনের ঝক্কি। এখন সরকারি নথিতে কোনও ব্যক্তির নাম অন্তর্ভুক্ত না থাকলেও তিনি পারিবারিক পেনশনের আবেদন করতে পারবেন। সম্প্রতি পেনশন ও পেনশনারস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট (DOPPW) ২৬ অক্টোবর অফিস অফ মেমোরেন্ডাম প্রকাশ করে এই কথা বলেছে। ব্যক্তির অফিশিয়াল রেকর্ডে নাম না থাকা সত্ত্বেও কীভাবে পারিবারিক পেনশনের জন্য আবেদন করতে পারেন তা ফর্ম ৪-এর বিষয়ে উল্লেখ করে বিশদে বলা হয়েছে।
Pension Rules: ফর্ম ৪ কী ?নিয়ম অনুসারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ফর্ম ৪ পূরণ করা বাধ্যতামূলক। যাতে তাদের পরিবারের সদস্যদের বিবরণ থাকে। এই ফর্ম পূরণ করার পরে তা DoPPW-র প্রধান কার্যালয়ে জমা দিতে হয়। পারিবারিক সদস্যদের কারা পাবেন পেনশনের সুবিধা ?১ এই পেনশনের দাবিদার স্ত্রী বা স্বামী। এ ছাড়াও আইনিভাবে বিচ্ছিন্ন স্ত্রী বা স্বামী হতে পারেন।২ ফর্ম ৩ জমা দেওয়ার তারিখ অনুসারে ছেলে বা মেয়ে পারিবারিক পেনশনের যোগ্য কিনা তাও নির্ধারণ করা হয়। এখানে সব সন্তানের বিবরণ তা সে মৃত বা প্রাক্তন ডিভোর্সি স্ত্রীর সন্তানও বিষয়েও জানানোটা বাধ্য়তামূলক।৩ এই পারিবারিক পেনশনের দাবিদার হতে পারেন ওই ব্যক্তির বাবা-মা।৪ এই ফ্য়ামিলি পেনশনের জন্য আবেদন করতে পারবেন প্রতিবন্ধী ভাইবোন।
Central Government Family Pension Rules: কোনও সরকারি কর্মচারীর পরিবার ফ্যামিলি পেনশন পেতে গেলে পরিবারের সদস্যদের সব বিবরণ দিতে হয়। তারা পারিবারিক পেনশন পাওয়ার অধিকারী কি না তা যুক্তি সহকারে বলতে হয় ফর্মে। কর্মচারী তার সন্তানের বিয়ে সহ তার পরিবারের সদস্যসংখ্য়ার বিষয়ে সময়ে সময়ে প্রধান কার্যালয়কে অবহিত করবেন। কর্মচারী নিয়ম অনুযায়ী সঠিকভাবে ফর্মটি পূরণ করেছেন কি না তাও প্রধান কার্যালয় যাচাই করবে । তবেই ফ্যামিলি পেনশন পাবেন দাবিদাররা।
Pension Rules: যদি কোনও পরিবারের সদস্য ফর্ম ৪-এ অন্তর্ভুক্ত না থাকেন ও কোনও সরকারি কর্মচারীর মৃত্যুর পরে পারিবারিক পেনশন দাবি করতে চান, তবে তিনি পারিবারিক পেনশন দাবি করতে পারেন। DoPPW এর মতে, যদি অফিস দাবির বিষয়ে সন্তুষ্ট হয়, তবে পরিবারের কোনও সদস্যের দাবি নস্যাৎ করা হবে না। কারণ এই ধরনের পরিবারের সদস্যের বিবরণ ফর্ম ৪ বা অফিসের রেকর্ডে পাওয়া যায় না।
এখানেই শেষ নয়, সরকারি কর্মচারীকে অবসর গ্রহণের আগে পেনশনের কাগজপত্র সহ ফর্ম ৪-এ আপ-টু-ডেট করতে হবে। এই ফর্মে অবশ্যই পারিবারিক বিবরণ জমা দিতে হবে সরকারি কর্মীকে। যদি কোনও সরকারি চাকরিজীবী পুনর্বিবাহ বা অবসর গ্রহণের পর সন্তানের জন্ম দেন, তাহলেও তাকে এই বিষয়ে অফিসকে জানাতে হবে।