Viral News: দেশের মহিলাদের জন্য বিশেষ প্রকল্প পরিচালনা করছে কেন্দ্রীয় সরকার(Central Government)। একই সঙ্গে দরিদ্র, কৃষক, শ্রমিক শ্রেণির জন্য যোজনা নিয়ে এসেছে কেন্দ্র। প্রায়শই সামাজিক মাধ্যমে দেখা যায় সরকারের এই যোজনার প্রচার। সম্প্রতি এমনই একটি প্রকল্পের বিষয় উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। আপনি কি তার খবর পেয়েছেন ?

  


Viral Video: মহিলারা পাচ্ছেন ২ লাখ ২০ হাজার


সম্প্রতি মহিলাদের নিয়ে কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প ভাইরাল (Viral Video)হয়েছে সামাজিক মাধ্যমে। যেখানে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার 'প্রধানমন্ত্রী নারী শক্তি যোজনা'-এর অধীনে সব মহিলাদের জন্য নগদ 2 লাখ 20 হাজার টাকা দিচ্ছে। এর সঙ্গে ২৫ লাখ টাকা পর্যন্ত ঋণও দেওয়া হচ্ছে মহিলাদের। 


PIB Fact check: পিআইবি সত্যতা যাচাই করেছে  সাম্প্রতিক এই ভাইরাল ভিডিওর সত্যতা জানতে পিআইবি একটি ফ্যাক্ট চেক করেছে। যাতে বাস্তবে এই ভিডিওটি ভুয়ো বলে প্রমাণিত হয়েছে। এই ভিডিয়োর দাবি সম্পূর্ণ মিথ্যে বলে জানিয়েছে পিআইবি (PIB)। প্রেস ইনফরমেশন ব্যুরো জানিয়ে দিয়েছে, কেন্দ্রীয় সরকার এই ধরনের কোনও প্রকল্প চালাচ্ছে না।


Viral News: পিআইবি এক টুইট বার্তায় এ কথা লিখেছে


পিআইবি তার অফিশিয়াল টুইটারে লিখেছে, একটি #ইউটিউব ভিডিওতে কেন্দ্রীয় সরকারের মহিলাদের ঋণ দেওয়ার বিষয়ে দাবি করা হচ্ছে, যা সম্পূর্ণ ভুয়ো।


PIB Fact check: ভুয়ো বার্তা শেয়ার করবেন না


সত্যতা যাচাইয়ের পর পিআইবি এই বার্তাটিকে সম্পূর্ণ ভুয়ো বলেছে। প্রেস  ইনফরমেশন ব্যুরো জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ধরনের বার্তা থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। পিআইবি জনগণকে এই ধরনের বার্তা ফরোয়ার্ড করতে না করেছে। সংস্থার মতে, এই ধরনের বার্তার মাধ্যমে বিভ্রান্ত হয়ে ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না। এতে আপনার জমানো অর্থের ঝুঁকির পরিমাণ বাড়বে।


আপনিও এই ফ্যাক্ট চেক করতে পারেন


যদি আপনার কাছেও এই ধরনের কোনও বার্তা আসে, তাহলে আপনি তার সত্যতা জানতে একটি ফ্যাক্ট চেক করতে পারেন। আপনি PIB এর মাধ্যমে সত্যতা যাচাই করতে পারেন। এর জন্য আপনাকে অফিশিয়াল লিঙ্ক https://factcheck.pib.gov.in দেখতে হবে। এছাড়াও আপনি ভিডিওটি পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বর +918799711259 বা ইমেল: pibfactcheck@gmail.com -এ।