Debit Credit Card Rule: ১ জুলাই থেকে ডেবিট-ক্রেডিট কার্ডে নতুন নিয়ম চালু করতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যাকে বলা হচ্ছে, কার্ড টোকেনাইজেশন। এই নিয়ম কার্যকর হওয়ার পর ব্যবসায়ী ও পেমেন্ট গেটওয়েগুলি তাদের সার্ভারে আর গ্রাহকের কার্ডের ডেটা সংরক্ষিত করে রাখতে পারবে না। 


Debit Credit Card Rule: কী করতে হবে গ্রাহককে ?
সেই ক্ষেত্রে ১ জুলাইয়ের আগেই সংরক্ষিত গ্রাহকের কার্ডের ডেটা মুছে ফেলতে হবে মার্টেন্ট ওয়েবসাইট থেকে। এর অধীনে, ব্যবহারকারীকে মার্চেন্ট ওয়েবসাইটে পেমেন্ট করতে কার্ডের সম্পূর্ণ বিবরণ লিখতে হবে। এবার থেকে আপনি যখনই লেনদেন করবেন, আপনাকে ডেবিট-ক্রেডিট কার্ডের বিবরণ লিখতে হবে। ইতিমধ্যেই ব্যাঙ্কগুলি তাদের গ্রাহকদের এই পরিবর্তনগুলি সম্পর্কে অবগত করতে শুরু করেছে।


Debit Credit Card Rule: আগেই চালু হওয়ার কথা ছিল
আগে এই নিয়মটি ১ জানুয়ারি থেকে প্রযোজ্য হওয়ার কথা ছিল। যদিও বাণিজ্য মহলের অনুরোধে RBI কার্ড টোকেনাইজেশনের সময়সীমা ৩০ জুন পর্যন্ত বাড়ানোর অনুমতি দেয়। ১ জুলাই থেকে সেই নতুন নিয়ম কার্যকর হবে। এই দিনের আগেই পেমেন্ট অ্যাগ্রিগেটর, পেমেন্ট গেটওয়ে বা মার্চেন্টকে গ্রাহকের কার্ডের ডেটা মুছে ফেলতে হবে। 


Debit Credit Card Rule: টোকেনাইজেশনের অর্থ কী ?


গ্রাহক ডেবিট বা ক্রেডিট কার্ডে কোনও আর্থিক লেনদেন করতে গেলেই কিছু নির্দিষ্ট তথ্য দিতে হয়। এই তথ্যের মধ্যে থাকে ১৬ সংখ্যার কার্ড নম্বর, card expiry date, CVV ছাড়াও ওয়ান টাইম পাসওয়ার্ড ও ট্রানজাকশন পিন। সবথেকে বড় বিষয় এইসব নথি ঠিকঠাকভাবে দিলেই আপনার আর্থিক লেনদেন সফল হয়। এই বিস্তারিত বিবরণী জমার পরিবর্তে আপনি টোকেনাইজেশনের পথে হাঁটতে পারেন। যেখানে কার্ডের বিবরণীর পরিবর্তে আপনাকে একটি গোপন কোড দেওয়া হবে। এই গোপন কোডকেই টোকেন (Token) বলা হচ্ছে। যা কার্ডের প্রতিটি আর্থিক লেনদেনের ক্ষেত্রে আপনাকে দিতে হবে। প্রতিটি কার্ডের ক্ষেত্রে টোকেন আলাদা হয়।


Debit Credit Card Rule: কেন এর প্রয়োজন ছিল


দেশে ডিজিটাল পেমেন্টের ব্যবহার বেড়েই চলেছে। আগের থেকে আরও বেশি সংখ্যক মানুষ অনলাইন পেমেন্ট করে হোটেল, দোকান বা ক্যাব বুক করছে। গ্রাহকদের সুবিধার্থে কখনও কখনও সেই নির্দিষ্ট সাইট তাদের কার্ড সংরক্ষণ করে। মূলত, একাধিক ওয়েবসাইট বা পেমেন্ট গেটওয়ে অ্যাক্সেস সহজ করতেই এই কাজ করা হত। এই পদ্ধতির ফলে সাইবার জালিয়াতি আরও সহজ হয়ে গেছে। বেড়ে গেছে ডেটা হ্যাকিংয়ের ঝুঁকি। এই অনলাইনে পেমেন্ট ব্যবস্থাকে নিরাপদ রাখতে RBI এই কার্ড টোকেনাইজেশন সিস্টেমের ঘোষণা করেছে। 


আরও পড়ুন : 7th Pay Commission: ৫ শতাংশ বাড়তে পারে ডিএ, জুলাইতেই বড় ঘোষণা