DA Hike: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য দারুণ খবর। আপনি যদি ডিএ বৃদ্ধির অপেক্ষায় থাকেন, তাহলে ১ জুলাই পেতে পারেন সুখবর। শীঘ্রই বড় ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার।

7th Pay Commission: ৩৪,০০০ টাকা পর্যন্ত বাড়তে পারে বেতন

সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে, এবার সরকার ডিএ ৫ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। যদি মহার্ঘ ভাতা 5% বৃদ্ধি হয়, তাহলে আপনার বেতন প্রায় 34000 টাকা বৃদ্ধি পাবে।

AICPI তথ্য কী বলছে ?মহার্ঘ ভাতা বৃদ্ধি AICPI এর তথ্যের ওপর নির্ভর করে।  AICPI সূচক বলছে, মার্চ থেকেই এই সূচকে বড় লাফ দেখা গিয়েছে। মনে করা হচ্ছে, এবার কর্মীরা ৫ শতাংশ বর্ধিত ভাতার উপহার পেতে পারেন।

DA Hike: ডিএ ৩৯ শতাংশ বৃদ্ধি পেতে পারে

সরকার যদি মহার্ঘ ভাতা ৫ শতাংশ বাড়ায়, তাহলে কর্মীদের ডিএ 34 শতাংশ থেকে বেড়ে 39 শতাংশ হবে। মনে রাখতে হবে, সরকার বছরে দুবার ডিএ বাড়ায়। জানুয়ারি ও জুলাই মাসে সাধারণত মহার্ঘ ভাতা বৃদ্ধি পায়। 

7th Pay Commission: এপ্রিল মাসে সূচক ১২৭ অতিক্রম করেছে

২০২২ সালের শুরুতে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে এই সূচকের পতন ঘটেছিল। যদিও পরবর্তীকালে এই সূচক একটানা বৃদ্ধি পেয়েছে। এটি সূচক জানুয়ারিতে 125.1, ফেব্রুয়ারিতে 125 ও মার্চ মাসে 126 ছিল। যদিও এপ্রিলে এই ডেটা 127.7 গিয়ে দাঁড়ায়। পরে মে ও জুন মাসে 127 এর উপরে চলে যায় সূচক। সেই কারণেই বলা হচ্ছে, এবার সরকার ডিএ 5 শতাংশ বৃদ্ধি করতে পারে। সেই ক্ষেত্রে জুলাইয়ের শুরুতেই হতে পারে সেই বিশেষ ঘোষণা। তাই নতুন করে আশায় বুক বাঁধছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা।

আরও পড়ুন : Bank Interest Rates: রেপো রেট বাড়তেই এই ব্যাঙ্কগুলি বাড়াল সুদের হার, দেখে নিন কোন ব্যাঙ্কে ঋণে সুদের হার বেশি