DA Hike: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য দারুণ খবর। আপনি যদি ডিএ বৃদ্ধির অপেক্ষায় থাকেন, তাহলে ১ জুলাই পেতে পারেন সুখবর। শীঘ্রই বড় ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার।


7th Pay Commission: ৩৪,০০০ টাকা পর্যন্ত বাড়তে পারে বেতন


সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে, এবার সরকার ডিএ ৫ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। যদি মহার্ঘ ভাতা 5% বৃদ্ধি হয়, তাহলে আপনার বেতন প্রায় 34000 টাকা বৃদ্ধি পাবে।


AICPI তথ্য কী বলছে ?
মহার্ঘ ভাতা বৃদ্ধি AICPI এর তথ্যের ওপর নির্ভর করে।  AICPI সূচক বলছে, মার্চ থেকেই এই সূচকে বড় লাফ দেখা গিয়েছে। মনে করা হচ্ছে, এবার কর্মীরা ৫ শতাংশ বর্ধিত ভাতার উপহার পেতে পারেন।


DA Hike: ডিএ ৩৯ শতাংশ বৃদ্ধি পেতে পারে


সরকার যদি মহার্ঘ ভাতা ৫ শতাংশ বাড়ায়, তাহলে কর্মীদের ডিএ 34 শতাংশ থেকে বেড়ে 39 শতাংশ হবে। মনে রাখতে হবে, সরকার বছরে দুবার ডিএ বাড়ায়। জানুয়ারি ও জুলাই মাসে সাধারণত মহার্ঘ ভাতা বৃদ্ধি পায়। 


7th Pay Commission: এপ্রিল মাসে সূচক ১২৭ অতিক্রম করেছে


২০২২ সালের শুরুতে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে এই সূচকের পতন ঘটেছিল। যদিও পরবর্তীকালে এই সূচক একটানা বৃদ্ধি পেয়েছে। এটি সূচক জানুয়ারিতে 125.1, ফেব্রুয়ারিতে 125 ও মার্চ মাসে 126 ছিল। যদিও এপ্রিলে এই ডেটা 127.7 গিয়ে দাঁড়ায়। পরে মে ও জুন মাসে 127 এর উপরে চলে যায় সূচক। সেই কারণেই বলা হচ্ছে, এবার সরকার ডিএ 5 শতাংশ বৃদ্ধি করতে পারে। সেই ক্ষেত্রে জুলাইয়ের শুরুতেই হতে পারে সেই বিশেষ ঘোষণা। তাই নতুন করে আশায় বুক বাঁধছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা।


আরও পড়ুন : Bank Interest Rates: রেপো রেট বাড়তেই এই ব্যাঙ্কগুলি বাড়াল সুদের হার, দেখে নিন কোন ব্যাঙ্কে ঋণে সুদের হার বেশি