Driving License New Rules 2022: এবার ড্রাইভিং লাইসেন্সের নিয়মে বড় পরিবর্তন করল কেন্দ্রীয় সরকার। এই পরিবর্তনের ফলে নতুন ড্রাইভিং লাইসেন্স ও রিনিউয়াল আরও সহজ হবে৷ এক ড্রাইভিং লাইসেন্সের জন্য বার বার আরটিও অফিসে যেতে হবে না আবেদনকারীকে।


Driving License Rules: কবে থেকে এই নতুন নিয়ম ?
১ জুলাই থেকে প্রযোজ্য হবে নতুন নিয়ম। আগে পরীক্ষা দিয়েই তবে ড্রাইভিং লাইন্সে পেতেন আবেদনকারীরা। এবার থেকে সেই পরীক্ষা দিতে হবে না। আবেদনকারীদের সুবিধার্থে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক ড্রাইভিং লাইসেন্স দেওয়ার নিয়মে বেশ কিছু পরিবর্তন করেছে। আর ড্রাইভিং লাইসেন্সের জন্য কয়েক মাস অপেক্ষা করতে হবে না। কয়েকদিনের মধ্যে হাতে পাবেন নতুন লাইসেন্স। তৈরি হয়ে যাবে।


Driving License Rules: সার্টিফিকেট থাকলেই পাবেন ড্রাইভিং লাইসেন্স


নতুন ড্রাইভিং লাইসেন্সের জন্য আরটিওতে যেতে হবে না। ড্রাইভিং ট্রেনিং স্কুলে সার্টিফিকেট থেকেই সহজেই পেয়ে যাবেন ড্রাইভিং সার্টিফিকেট। পরে সেই শংসাপত্রের মাধ্যমে দ্রুত পেয়ে যাবেন ড্রাইভিং লাইসেন্স।


Driving License Rules: ড্রাইভিং লাইসেন্সের জন্য কোর্স


ড্রাইভিং লাইসেন্স দেওয়ার জন্য এখন একটি কোর্স তৈরি করা হয়েছে। যাতে থিওরি ও প্র্যাকটিক্যাল দুটি বিষয়ই অন্তর্ভুক্ত থাকে। এই কোর্সে, লাইট মোটর ভেহিক্যাল (LMV) কোর্সটি ৪ সপ্তাহ ও মোট ২৯ ঘণ্টার হবে। অন্যদিকে, ব্যবহারিক কোর্স বা প্র্যাকটিক্যালের জন্য আপনি ২১ ঘণ্টার সময় পাবেন। যেখানে শহর, গ্রামে গাড়ি চালানোর দক্ষতা, উল্টোপথে গাড়ি চালানো ও আপনার গাড়ি পার্কিংয়ের অনুশীলন করানো হবে। এছাড়াও আবেদনকারী ৮ ঘন্টার থিওরি ট্রেনিং পাবেন। এই অনুশীলন সম্পূর্ণ হওয়ার পরই  ড্রাইভিং সার্টিফিকেট পাবেন আবেদনকারী। এই ড্রাইভিং সার্টিফিকেটের ওপর ভিত্তি করেই পাওয়া যাবে ড্রাইভিং লাইসেন্স।


আরও পড়ুন : EPFO News: পিএফ হোল্ডারের মৃত্যু হলে কত পেনশন পাবে স্ত্রী-সন্তান ? কী বলছে নিয়ম ?