EPFO Pension Scheme: ২০২২ সালের শুরুতেই সুখবর পেতে পারেন পেনশনপ্রাপকরা। EPFO Pension স্কিমের আওতায় এই উপহার দিতে চলেছে কেন্দ্রীয় সরকার(Central Government)। শীঘ্রই বাড়তে পারে আপনার পেনশন। নতুন সিদ্ধান্ত নেওয়া হলে এক লাফে ন্যূনতম পেনশনের(Minimum Pension)পরিমাণ ১০০০ টাকা থেকে বেড়ে ৯০০০ টাকা হবে। অর্থাৎ 9 গুণ বৃদ্ধি পেতে পারে আপনার পেনশন ।
EPFO Pension Update: ফেব্রুয়ারিতে বৈঠক সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, ফেব্রুয়ারিতেই ন্যূনতম পেনশনের(Minimum Pension) বিষয়ে বৈঠক হতে পারে। সেখানেই এই
বিষয়ে সিদ্ধান্ত নেবে শ্রম মন্ত্রক। ন্যূনতম পেনশনের পাশপাশি বৈঠকে নতুন মজুরিবিধি নিয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সেই ক্ষেত্রে সরকারের এই সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছে কর্মী সংগঠনের সদস্যরা।
EPFO Pension Scheme: দীর্ঘদিনের দাবি দীর্ঘ দিন ধরেই কর্মীদের ন্যূনতম পেনশনের টাকা বাড়ানোর দাবি উঠছিল। বর্তমানে ন্যূনতম পেনশন বাবদ ১০০০ টাকা পাওয়া যায়।
ফেব্রুয়ারিতে নতুন সিদ্ধান্তের বাস্তবায়ন হলে এই সংখ্যাটা বেড়ে ৯০০০ টাকা হয়ে যাবে। পেনশনভোগীরা দীর্ঘদিন ধরে এই দাবি করছিলেন।
EPFO Pension Update: কমিটির সুপারিশের ভিত্তিতে সিদ্ধান্ত
তবে এই প্রথমবার নয় , অতীতেও ন্যূনতম পেনশন বৃদ্ধির দাবি উঠেছিল। সেই নিয়ে বৈঠকেও হয়েছিল বেশ কয়েকবার। এর আগেও বহুবার এই নিয়ে আলোচনা হয়েছে। তাই নতুন বছরে সরকার পেনশনভোগীদের এই উপহার দিতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে, কমিটির সুপারিশের ভিত্তিতে ন্যূনতম পেনশন বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে সরকার।
Pension Update: ২০২১-এর মার্চে হয়েছিল বৈঠক এর আগে সংসদের স্থায়ী কমিটি ২০২১-এর মার্চে ন্যূনতম পেনশন বৃদ্ধির পরামর্শ দিয়েছিল। ওই বৈঠকে কমিটি বলেছিল, ন্যূনতম পেনশন ১০০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০০ করতে হবে। যদিও পেনশনভোগীরা এই সংখ্যা বাড়িয়ে ৯০০০টাকা করার আবেদন করেছেন।
EPFO Pension Scheme: কী এই স্কিম , কারা পাবেন সুবিধা ? Employees Pension Scheme-1995-এর অধীনে EPFO-র সদস্যরা প্রভিডেন্ট ফান্ড (PF) পেয়ে থাকেন। সেই
নিয়ম অনুসারে সংগঠিত ক্ষেত্রের কর্মচারীদের ৫৮ বছর বয়সের পরে ন্যূনতম ১০০০ টাকা পেনশন দেওয়া হয়। এর জন্য কর্মচারীর কমপক্ষে ১০ বছরের চাকরি করা বাধ্যতামূলক। এবার সেই টাকাই ৯ গুণ বাড়াতে পারে সরকার।