EPFO Pensioners Portal: কর্মীদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে নেওয়া হয় এই উদ্যোগ। সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করলে আপনার বেতনের একটি অংশ জমা পড়ে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে। অবসর গ্রহণের পর এই জমা অর্থ পেয়ে যান অ্যাকাউন্ট হোল্ডার।
EPFO Update: এই সুবিধা পান কর্মীরা
কর্মচারী ভবিষ্য তহবিল সংগঠন বা EPFO-র মাধ্যমে সারা দেশে লক্ষ লক্ষ অ্যাকাউন্টধারক পেনশন ও এককালীন টাকার সুবিধা পান। সেই ক্ষেত্রে প্রত্যেক চাকরিজীবীর বেতনের একটি অংশ কর্মচারী ভবিষ্যৎ তহবিলে জমা হয়। অবসর গ্রহণের পরে, অনেকে একসঙ্গে এই অর্থের সুবিধা নেন। কিছু অ্যাকাউন্ট হোল্ডার তাদের অর্থ পেনশন হিসাবে ব্যবহার করেন।
EPFO Pensioners Portal: কেন এই পোর্টাল খোলা হয়েছে ?
অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন সংক্রান্ত সমস্যার সমাধান করতে পেনশন পোর্টাল খুলেছে EPFO। পেনশনহোল্ডাররা এই পোর্টালে অনেক ধরনের সুবিধা পান। জেনে নিন কী কী সুবিধা পেতে পারেন EPFO পোর্টালে।
EPFO Update: লাইফ সার্টিফিকেট
EPFO-এর পেনশন পোর্টালের মাধ্যমে আপনি জীবন শংসাপত্রের সব তথ্য পাবেন। আপনি সারা বছরের যেকোনও সময় এই পোর্টালে গিয়ে আপনার জীবন শংসাপত্র জমা দিতে পারেন। এর জন্য আপনাকে EPFO-র দ্বারস্থ হতে হবে না।
EPFO Pensioners Portal: PPO নম্বর সম্পর্কে তথ্য
অবসর গ্রহণের পর সব পেনশনহোল্ডারকে একটি পিপিও নম্বর দেওয়া হয়। এটি একটি 12 নম্বরের রেফারেন্স নম্বর। এর মাধ্যমে আপনি আপনার পেনশন সংক্রান্ত যেকোনও তথ্য পেতে পারেন। এই নম্বরের মাধ্যমে আপনি পেনশন অ্যাকাউন্টের পাসবুক আপডেট দেখে নিতে পারেন। এর পাশাপাশি, এই নম্বরের মাধ্যমে আপনি আপনার পেনশন অ্যাকাউন্ট এক শাখা থেকে অন্য শাখায় ট্রান্সফার করতে পারেন।
EPFO Update: পেনশন স্ট্যাটাস দেখায় এই পোর্টাল
এই পেনশন পোর্টালের মাধ্যমে আপনি সব ধরনের পেনশন স্ট্যাটাস সম্পর্কে তথ্য পাবেন। এর জন্য আপনাকে EPFO অফিসে দৌড়তে হবে না। ঘরে বসেই পাবেন এই ধরনের তথ্য।
আরও পড়ুন : SBI Recruitment 2022: ৪১,০০০ টাকা বেতন, স্টেট ব্যাঙ্কে ৬৪১টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি