Pan Card News Update: আধারের (Aadhaar Card)পাশাপাশি বর্তমান সময়ে আপনার গুরুত্বপূর্ণ নথির মধ্যে পড়ে প্যান কার্ড(Pan Card)। ব্যাঙ্কে অ্যাকাউন্ট(Bank Account) খোলা থেকে শুরু করে ঋণের জন্য আবেদন, আয়কর জমা (Income Tax Return) ছাড়াও সিভিল স্কোরের ক্ষেত্রে সবেতেই প্যান কার্ড প্রয়োজন। তাই নকল Pan Card-কে আসল ভাবলে আদতে ভুগতে হবে আপনাকে। জেনে নিন আসল নথি চেনার উপায়।
Fake Pan Card Identification: আপনারা অনেকেই Permanent Account Number বা Pan Card-এর পিছনে কুইক রেসপন্স (QR)কোড দেখেছেন। অনেকেই জানেন না এই QR কোড কী কাজে লাগে। জেনে অবাক হবেন, আপনার মোবাইলের ক্যামেরা দিয়ে যাচাই করা যায় Pan Card। QR কোডের ছবি তুলে সম্ভব হয় এই কাজ। কীভাবে জানেন ?
Fake Pan Card Identification: এই সহজ ধাপে Pan Card চিনুন
১ প্রথমে ‘Play Store’-এ গিয়ে ‘PAN QR Code Reader’সার্চ করুন।
২ রেজাল্ট থেকে অ্যাপ ডাউনলোড করুন। এখানে ডেভেলপারের নাম হিসাবে ‘NSDL e-Governance Infrastructure Limited’ দেখাবে।
৩ একবার ‘PAN QR Code Reader’অ্যাপ ডাউনলোড হলে তা ওপেন করুন।
৪ একবার অ্যাপ লোড হয়ে গেলে আপনার মোবাইলের ক্যামেরা ভিউ ফাইন্ডারে সবুজ রঙের গ্রাফিক দেখাবে।
৫ এবার যে প্যান কার্ড সম্পর্কে আপনি জানতে চান তাতে ক্যামেরা তাক করুন।
৬ মনে রাখতে হবে, এই সময় সবুজের মধ্যে প্লাস সাইনটি গ্রাফিকের QR Code-এর মাঝ বরাবর ধরতে হবে।
৭ দেখতে হবে মোবাইলের ভিউ ফাইন্ডার দিয়ে যেন Pan Card-এর QR Code স্পষ্ট দেখা যায়।
৮ যত তাড়াতাড়ি ক্যামেরা প্যান কার্ডের QR কোড স্পষ্টভাবে দেখতে পাবে, আপনি একটি 'বিপ সাউন্ড' শুনতে পাবেন। আপনার ফোন ভাইব্রেট করবে। প্যান কার্ডের বিশদ বিবরণ একটি সাদা ব্যাকগ্রাউন্ডে দেখা যাবে।
৯ এবার অ্যাপে দেখানো কার্ডের বিবরণের সঙ্গে Pan Card মেলান। যদি কোনও বিবরণের অমিল পান, তবে আপনার প্যান কার্ডটি আসল নয়।
New card Payment rules: কার্ডের বদলে টোকেন ? নতুন বছরে লেনদেনের জন্য কী করণীয় আপনার
Bank Deposit Charge : এই ব্যাঙ্কে ১০,০০০ টাকার বেশি রাখলে লাগবে চার্জ, ১ জানুয়ারি থেকে নতুন নিয়ম