EPFO News: নতুন বছরের আগেই খুশির খবর। ২৩.৫৯ কোটি মানুষের অ্যাকাউন্টে টাকা পাঠাল সরকার। সম্প্রতি এই খবর জানিয়েছে Employees' Provident Fund Organization (EPFO)।
Provident Fund News: কর্মী সংগঠন জানিয়েছে, ২৩.৫৯ কোটি EPFO গ্রাহকের ঘরে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের সুদের টাকা পাঠিয়েছে সরকার। ৮.৫০ শতাংশ সুদের হারে এই টাকা দেওয়া হয়েছে কর্মী সংগঠনের সদস্যদের। ট্যুইট করে এই খবর জানিয়েছে EPFO। গত ১৩ ডিসেম্বরও সুদের টাকা পাওয়ার বিষয়ে ট্যুইট করেছিল কর্মী সংগঠন। সেবার ২০২০-২১ সালের ২৩.৩৪ কোটি EPFO গ্রাহকের অ্যাকাউন্টে সুদের টাকা পৌঁছনোর বিষয়ে জানিয়েছিল সংগঠন।
EPFO Balance Check: আপনি যদি EPFO ব্যালেন্স দেখতে না জানেন তবে নিচের পদ্ধিতি অনুসরণ করুন। মাত্র কয়েকটা ধাপেই জেনে যাবেন ব্যালেন্স।
SMS-এর মাধ্যমে ব্যালেন্স চেক
এই ক্ষেত্রে EPFO সদস্যদের রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে EPFOHO UAN নম্বর লিখে 7738299899 নম্বরে একটি মেসেজ পাঠাতে হবে। কিছুক্ষণ পর SMS-এর মাধ্যমে আপনার লাস্ট ব্যালেন্স মোবাইলে চলে আসবে।
EPFO Balance Check: ফোন থেকে মিস কল
EPFO-তে রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে 011-22901406 নম্বরে একটি মিসড কল দিন। এরপরই আপনার মোবাইল নম্বরে একটি এসএমএস আসবে। যেখান আপনার পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স জানতে পারবেন।
EPFO অফিশিয়াল ওয়েবসাইট দেখুন
প্রথমে EPFO-এর অফিশিয়াল ওয়েবসাইটে যান https://unifiedportal-mem.epfindia.gov.in -এ।
এখানে সার্ভিস বা পরিষেবা ট্যাবে গিয়ে অ্যাপ্লাই বা আবেদনে ক্লিক করুন।
এখানে মেম্বার পাসবুকে যান ও আপনার UAN নম্বর ও পাসওয়ার্ড লিখুন।
লগ ইন করার পরে পাসবুকটি খুলবে।
এখানে আপনার ও নিয়োগকর্তার জমা অর্থের সঙ্গে অর্জিত সুদের বিস্তারিত বিবরণ পাবেন। যাতে আপনি সর্বশেষ সুদের সঙ্গে আপনার আগের
ব্যালেন্স ও শেষ ব্যালেন্স দেখতে পারবেন।
UMANG APP-এর মাধ্যমে ব্যালেন্স জানা
UMANG অ্যাপ ডাউনলোড না করা থাকলে প্লে স্টোর থেকে ডাউনলোড করুন।
এরপর ফোনে UMANG অ্যাপ খুলুন ও EPFO-তে ক্লিক করুন।
এবার Apply Centric Service এ ক্লিক করুন।
এই পর্বে ভিউ পাসবুকে ক্লিক করুন ও আপনার UAN নম্বর ও পাসওয়ার্ড লিখুন।
এখানে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি আসবে।
ওটিপি দিলেই পিএফ ব্যালেন্স চেক করা যাবে।
আরও পড়ুন : New credit-debit card rules: ১ জানুয়ারি থেকে নতুন নিয়ম, মুছে যাবে আপনার কার্ডের ডেটা
আরও পড়ুন : SBI 3-in-1 Account: এক অ্যাকাউন্টে তিন কাজ, স্টেট ব্যাঙ্কের নয়া অফার