Term Insurance Plan: চলতি অর্থবর্ষ আর কিছুদিনের মধ্যেই শেষ হবে। তারপর ২০২৩-২৪ অর্থবর্ষ শেষ হয়ে নতুন অর্থবর্ষ শুরু হবে। ১ এপ্রিল থেকে নতুন অর্থবর্ষ শুরু হওয়ার আগেই করদাতাদের শেষ সুযোগ নিজেদের কর বাঁচানোর জন্য। এরপর আর এই সুযোগ পাওয়া যাবে না। যারা কর বাঁচাতে চাইছেন তাঁদের এমন সব বিনিয়োগ করার শেষ দিন আগামী ৩১ মার্চ ২০২৪। আয়কর আইনের ৮০ সি ধারায় করদাতারা সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড়ের আবেদন করতে পারেন। আর বহু করদাতা এই জন্য টার্ম ইনসিওরেন্স (Term Insurance) কেনেন। তবে ইনসিওরেন্স কেনার আগে এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখতে হবে।
কত টাকা কভার পাবেন তাঁর হিসেব দেখে নিতে হবে
অনেকেই এই কভার হিসেব করার সময় ভুল করে ফেলেন। এক্ষেত্রে প্রাথমিকভাবে মনে রাখতে হবে, অনেকেই বার্ষিক আয়ের ১০ থেকে ১৫ গুণ হিসেবে ইনসিওরেন্সের কভারেজ বিচার করেন। তবে তা সম্পূর্ণ ঠিক নয়। প্রত্যেকের নিজস্ব দায়িত্ব ও প্রয়োজনের মাপকাঠি রয়েছে। আর তাই করদাতা যখন টার্ম ইনসিওরেন্স (Term Insurance) কিনবেন তখন তাঁর নিজের বয়স, নির্ভরশীল সদস্য, মেয়াদ, খরচ, ঋণ, ভাড়া, সন্তানের শিক্ষার খরচ ইত্যাদি বিচার করে নেওয়া উচিত।
বিমা আর বিনিয়োগ এক নয়
অনেক সময়েই দেখা যায়, বিমা এজেন্টরা এনডাওমেন্ট প্ল্যান বা ইউলিপ প্রোডাক্ট নেওয়ার কথা বলেন যাতে একটা রিটার্নও পাওয়া যায়, সঙ্গে থাকে ডেথ বেনিফিট। করদাতাদের এইসব প্রোডাক্ট নেওয়ার থেকে দূরে থাকতে হবে। এর খরচ সহজ সরল প্ল্যানের থেকে অনেকটাই বেশি পড়ে। যত বেশি বিনিয়োগ, তত বেশি ডেথ বেনিফিট ও তত বেশি রিটার্ন। তাঁর থেকে একটা সহজ সরল টার্ম ইনসিওরেন্স বেছে নিয়ে বাকি টাকাটা অন্য কোথাও বিনিয়োগ করলে ভাল।
লম্বা মেয়াদ
অনেকে ভাবেন যে বিমা প্ল্যানটি (Term Insurance) মৃত্যু পর্যন্ত থাকবে, কিন্তু এই ধারণায় ভুল আছে। আপনার ৬০ বা ৭০ বছর বয়স হয়ে গেলে আপনার উপর নির্ভরশীল সদস্য অর্থাৎ আপনার সন্তানেরা উপার্জনক্ষম হয়ে যাবেন। এমনকি তাঁরা নিজের সঙ্গে সঙ্গে আপনার দায়িত্বও নিতে সক্ষম হবেন। ফলে লম্বা মেয়াদের জন্য অতিরিক্ত টাকা খরচ করা সাশ্রয়ী নয়।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় )