Paytm: আজ থেকে আর পেটিএম FASTag-এ ব্যালান্স ভরা যাবে না, টাকা জমা করাও যাবে না। গতকাল ছিল পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লেনদেনের শেষ দিন। এরপর আর এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনও লেনদেন হবে না। তবে যা ব্যালান্স আছে পেটিএম ফাসট্যাগে, তা থেকে লেনদেন করা যাবে। এবার যারা পেটিএম ফাসট্যাগ বন্ধ করতে চাইছেন, তাঁরা সহজেই পেটিএম অ্যাপ থেকে তা করতে পারবেন।
কীভাবে পেটিএম ফাসট্যাগ বন্ধ করবেন ?
প্রথমেই আপনাকে পেটিএম অ্যাপ খুলে তা থেকে সার্চ মেনুতে গিয়ে খুঁজে নিতে হবে 'ম্যানেজ ফাসট্যাগ' অপশনটি। এর মধ্যেই আপনি যতগুলি যানবাহন লিঙ্ক করা আছে, তা সব ফাস্ট্যাগের মধ্যে দেখতে পাবেন। এরপরে দেখতে পাবেন Close FASTag অপশনটি। সেখানে ক্লিক করতে হবে আপনাকে। পেজের একেবারে উপরের বাঁদিকে থাকবে এই অপশনটি। এরপর কোন গাড়ির জন্য এই ফাসট্যাগ বন্ধ করতে চাইছেন, সেটা সিলেক্ট করতে হবে।
এরপরে Proceed অপশনে ক্লিক করলেই একটি কনফার্মেশন মেসেজ ভেসে আসবে স্ক্রিনে। এর পরে ৫-৭ টি ওয়ার্কিং ডে-র মধ্যেই পেটিএম ফাসট্যাগ বন্ধ হয়ে যাবে। পেটিএম পেমেন্টস ব্যাঙ্কএ ফাসট্যাগ খোলার সময় যে সিকিউরিটি ডিপোজিট এবং মিনিমাম ব্যালেন্স রাখা হয়েছিল অ্যাকাউন্টে, সেটা ফাসট্যাগ বন্ধ করার পরে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের ওয়ালেটে আপনা থেকেই রিফান্ড চলে আসবে।
শুক্রবার ১৫ মার্চ ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) পেটিএমকে TPAP লাইসেন্স দিয়েছে অর্থাৎ এবার থেকে পেটিএম থার্ড পার্টি প্রোভাইডার হিসেবে কাজ করতে পারবে। এর মাধ্যমে সমস্ত ইউপিআই লেনদেন করতে পারবে। জানা গিয়েছে, অ্যাক্সিস ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ইয়েস ব্যাঙ্ক এই চারটি ব্যাঙ্ক এখন মূলত পেমেন্ট সিস্টেম প্রোভাইডার হিসেবে কাজ করবে। অর্থাৎ এই ব্যাঙ্কের মাধ্যমে পেটিএম সমস্ত ইউপিআই লেনদেন করবে। এরই মধ্যে NHCI অর্থাৎ ন্যশনাল হাইওয়েস অথরিটি অফ ইন্ডিয়া পেটিএম ফাসট্যাগ ব্যবহারকারীদের ১৫ মার্চের পরে লেনদেন অব্যাহত রাখতে অন্য ব্যাঙ্কের সঙ্গে ফাসট্যাগ লিঙ্ক করার নির্দেশ দিয়েছেন।
আজ ১৬ মার্চ থেকে যে সমস্ত ব্যবসায়ীরা পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের কিউআরের মাধ্যমে পেমেন্ট নিতেন, তাঁদের অন্য ব্যাঙ্ক বা ওয়ালেটের সঙ্গে অ্যাকাউন্ট লিঙ্ক করে নতুন কিউআর কোড নেওয়ার পরামর্শ দিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। সার্ভিস প্রোভাইডারের থেকে কেউ চাইলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য বদলে নিতে পারেন।
আরও পড়ুন: Paytm Payments Bank deadline: কাল থেকে কী করবেন লক্ষ লক্ষ পেটিএম ব্যবহারকারী ? কী কী বদলে গেল ?