Tax on Pan Masala: এবার গুটখা-পান মশলার ওপর বিশেষ কর বসাতে পারে সরকার। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে এই নিয়ে সুপারিশ করেছে জিএসটি কাউন্সিল। সরকারের তরফে সবুজ সংকেত পাওয়া গেলেই ৩৮ শতাংশ বিশেষ কর বসতে পারে গুটখা-পান মশলার ওপর।  


GST on Gutkha-Pan Masala: এখন কত শতাংশ কর দিতে হয় ?
সম্প্রতি মন্ত্রীদের একটি গ্রুপ (GoM)গুটখা-পানের উপর ৩৮ শতাংশ 'নির্দিষ্ট ট্যাক্স ভিত্তিক শুল্ক' আরোপের প্রস্তাব করেছে। এটি অনুমোদন হলে সরকার গুটখা ও পান মশলা বিক্রি থেকে আরও রাজস্ব পাবে। এই ট্যাক্স এই আইটেমগুলির খুচরো মূল্যের সঙ্গে যোগ করা হবে। বর্তমানে,এই আইটেমগুলির উপর ২৮ শতাংশ জিএসটি ধার্য করা হয়  তাদের মূল্য অনুসারে ক্ষতিপূরণ চার্জ ধার্য করে কাউন্সিল।


Tax on Pan Masala: গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (জিএসটি) কাউন্সিল একদল মন্ত্রীকে এই কর ফাঁকি দেওয়া আইটেমগুলির উপর ক্ষমতা-ভিত্তিক কর আরোপ করার কথা বিবেচনা করতে বলেছিল। এর পরে,ওড়িশার অর্থমন্ত্রী নিরঞ্জন পূজারির নেতৃত্বে মন্ত্রীদের কমিটি তাদের রিপোর্ট পেশ করেছে । এই কমিটি গুটখা-পান মশলার ওপর  ৩৮ শতাংশ কর আরোপ করতে বলেছে।


GST on Gutkha-Pan Masala: কর ফাঁকি রোধ করা হবে
বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, কমিটির এই প্রতিবেদনটি অনুমোদিত হলে গুটখা-পান মশলা আইটেমের উপর কর ফাঁকি রোধে সাহায্য করবে। খুচরা ব্যবসায়ী ও সরবরাহকারী পর্যায়ে কর ফাঁকি বন্ধ করা যেতে পারে এই বিশেষ কর আরোপের মাধ্যমে। সেই সঙ্গে সরকারের বাড়বে রাজস্ব আয়ও।


Tax on Pan Masala: প্রতিবেদনে কী বলেছে কমিটি
বিজনেস স্ট্যান্ডার্ড কমিটির প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে,ছোট ও খুচরো ব্যবসায়ীরা জিএসটি রেজিস্ট্রেশনের আওতায় আসে না। যে কারণে এই জাতীয় জিনিস সরবরাহের পরে কর ফাঁকি বাড়ছে। এ ক্ষেত্রে সুনির্দিষ্ট কর ভিত্তিক চার্জ ধার্য করার প্রয়োজন রয়েছে। জিওএম পান মশলা, হুক্কা, চিবানো তামাকের মতো আইটেমগুলির উপর ৩৮ শতাংশ বিশেষ কর প্রস্তাব করা হয়েছে, যা এই আইটেমগুলির খুচরো বিক্রয় মূল্যের ১২ শতাংশ থেকে ৬৯ শতাংশ পর্যন্ত হতে পারে।


GST on Gutkha-Pan Masala: কাকে কত ট্যাক্স দিতে হবে
ধরুন ৫ টাকা মূল্যের একটি পান মশলার প্যাকেটে প্রস্তুতকারকের ১.৪৬ টাকা,ডিস্ট্রিবিউটর ও খুচরো বিক্রেতার দ্বারা ০.৮৮ টাকা ট্যাক্স দেওয়া হয়। তাহলে মোট কর ২.৩৪ টাকা হবে। সেখানে প্রস্তাব অনুসারে, কর বাড়বে। তবে তা হবে মাত্র ২.৩৪ টাকার মধ্যে। এর অর্থ ২.০৬ টাকা ট্যাক্স প্রস্তুতকারক ও ০.২৮ টাকা ডিস্ট্রিবিউটর ও খুচরো বিক্রেতা ট্যাক্স দেবেন।


আরও পড়ুন : Indian Railways: ভারতীয় রেলের নতুন উপহার, এবার এল 'সার্কুলার টিকিট',জেনে নিন কী সুবিধা