Fixed deposit Rates: দেশের বিনিয়োগের নানা বিকল্প থাকলেও এখনও স্থায়ী আমানত বা Fixed deposit-কে টাকা জমার নিরাপদ স্থান বলেই গণ্য করে ভারতবাসী। বর্তমানে ব্যাঙ্কগুলি সাধারণত ৭ দিন থেকে ১০ বছরের মধ্যে FD-র মেয়াদ রাখে। সেই ক্ষেত্রে সুদের হার এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে পরিবর্তিত হয়। জেনে নিন , দেশের এই বেসরকারি ব্যাঙ্কগুলি কত সুদ দিচ্ছে।

এইচডিএফসি ব্যাঙ্ক:দেশের বৃহত্তম বেসরকারি ঋণদাতা এইচডিএফসি ব্যাঙ্ক সাধারণ নাগরিকদের জন্য তিন শতাংশ থেকে 7.25 শতাংশের মধ্যে সুদের হার অফার করে৷ 4 বছর 7 মাস থেকে 10 বছরের মেয়াদে সর্বোচ্চ 7.25 শতাংশ হার দেওয়া হয়। প্রবীণ নাগরিকদের জন্য সর্বোচ্চ সুদের হার 7.75 শতাংশ। ব্যাঙ্কের ওয়েবসাইট অনুসারে 29 মে, 2023 থেকে এই হারগুলি প্রযোজ্য হয়েছে।

আইসিআইসিআই ব্যাঙ্ক:ICICI ব্যাঙ্ক সাত দিন থেকে 10 বছরের মধ্যে সাধারণ নাগরিকদের জন্য তিন শতাংশ থেকে 7.10 শতাংশের মধ্যে সুদের হার অফার করে। 15 মাস থেকে 18 মাসের কম এবং 18 মাস থেকে দুই বছরের মেয়াদে সর্বোচ্চ 7.10 শতাংশ হার দেওয়া হয়। এর ওয়েবসাইট অনুসারে, 24 ফেব্রুয়ারি, 2023 থেকে এই হারগুলি প্রযোজ্য হয়েছে।

অ্যাক্সিস ব্যাঙ্ক:Axis Bank সাধারণ নাগরিকদের জন্য 3.50 শতাংশ থেকে 7.10 শতাংশের মধ্যে সুদের হার অফার করে৷  18 মাসর মেয়াদে সর্বোচ্চ 7.10 শতাংশ সুদের হার দেওয়া হয়। এই হারগুলি 18 মে, 2023 থেকে প্রযোজ্য হয়েছে। অন্তত তেমনই বলছে ব্যাঙ্কের ওয়েবসাইট।

ইয়েস ব্যাঙ্ক:ইয়েস ব্যাঙ্ক 7 দিন থেকে 10 বছরের মেয়াদের জন্য সাধারণ নাগরিকদের জন্য 3.25 শতাংশ থেকে 7.75 শতাংশের মধ্যে সুদের হার অফার করে। 18 মাস থেকে 36 মাসের কম মেয়াদে সর্বোচ্চ 7.75 শতাংশ হার দেওয়া হয়। এই হারগুলি 2 মে, 2023 থেকে প্রযোজ্য রয়েছে।কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক:

Kotak Mahindra ব্যাঙ্ক 7 দিন থেকে 10 বছরের মেয়াদের জন্য সাধারণ নাগরিকদের জন্য 2.75 শতাংশ থেকে 7.20 শতাংশের মধ্যে সুদের হার অফার করে৷ 390 দিন, 391 দিন - 23 মাসের কম, 23 মাস এবং 23 মাস 1 দিন - 2 বছরের কম মেয়াদে 7.20 শতাংশের সর্বোচ্চ হার দেওয়া হয়। এই হারগুলি 11 মে, 2023 থেকে প্রযোজ্য রয়েছে।

সম্প্রতি কিছু স্মল ফিন্যান্স ব্যাঙ্ক ৯ শতাংশ পর্যন্ত ফিক্সড ডিপোজিটে সুদ দিচ্ছে। সেই ক্ষেত্রে এই ধরনের ব্যাঙ্কের রেটিং দেখেই বিনিয়োগের বিষয়ে চিন্তা করা উচিত আপনার। অন্যথায় বিনিয়োগের ফলে চিন্তা বাড়বে।

আরও পড়ুন : June Deadline: ১৪, ২৬, ৩০ জুন শেষ তারিখ, এই কাজগুলি না করলে সময় শেষ !