HDFC Bank: বিশ্বের অন্যতম মূল্যবান ব্যাঙ্কের তালিকায় উঠতে চলেছে এই ভারতীয় আর্থিক প্রতিষ্ঠানের নাম। আমেরিকা, চিনের ব্যাঙ্কের সঙ্গে এবার টেক্কা দেবে HDFC Bank। ১ জুলাই HDFC ও HDFC Bank একত্রীকরণের পরই আসতে চলেছে এই সুখবর। আর্থিক সম্পদের নিরিখে বিশ্বের প্রথম পাঁচে চলে আসতে পারে  এইচডিএফসি ব্যাঙ্ক।


HDFC-HDFC Bank Merger: বিশ্ব বাজারে বৃহত্তর নাম
দুই আর্থিক প্রতিষ্ঠান মিশে যাওয়ার পরই বড়সড় চ্যালেঞ্জার মুখে পড়তে চলেছে আমেরিকা ও চিনের বড় ব্যাঙ্ক। পরিসংখ্যান বলছে, বিশ্বের আর্থিক শেয়ারের ভিত্তিতে সবার ওপরে রয়েছে JPMorgan Chase & Co.। এরপরই আর্থিক সম্পদের ভিত্তিতে স্থান পেয়েছে Industrial and Commercial Bank of China Ltd। তৃতীয় স্থানও ধরে রেখেছে Bank of America Corp.। তবে এরপরই উঠে এসেছে  HDFC Bank। ব্লুমবার্গের রিপোর্ট বলছে, বর্তমানে এর মোট সম্পদের মূল্য ১৭২ বিলিয়ন ডলার অতিক্রম করেছে।


HDFC Bank: কেন মূল্য বাড়বে এই ব্যাঙ্কের 
১ জুলাই একত্রীকরণের পরই বিপুল সম্পদের অধিকারী হবে HDFC Bank। আগামী দিনে ব্যাঙ্কের গ্রাহক সংখ্যা হবে ১২০ মিলিয়ন বা ১২ কোটি। দেখতে গেলে যা জার্মানির জনসংখ্যার চেয়ে বেশি৷ বর্তমানে আর্থিক মন্দার গ্রাসে আক্রান্ত জার্মানি। দুই আর্থিক প্রতিষ্ঠান মিশে গেলে ব্যাঙ্কের শাখা নেটওয়ার্কের সংখ্যা হবে ৮,৩০০। ব্যাঙ্কের কর্মী সংখ্যা হবে ১৭৭,০০০-র বেশি। ফলে সব দিক থেকেই সমৃদ্ধ হবে কোম্পানি।


Indian Banks: কোন ব্যাঙ্ক কোথায় দাঁড়িয়ে ?


দুই সংস্থার একত্রীকরণের ফলে বাজারে প্রতিযোগিতা আরও বাড়বে। বিশেষ করে HDFC এবং SBI-এর মধ্যে। কারণ মোট সম্পদের নিরিখে এই মুহূর্তে শীর্ষে রয়েছে SBI. দ্বিতীয় স্থানে রয়েছে HDFC. তৃতীয় স্থানে রয়েছে ICICI তার পর তালিকায় যথাক্রমে রয়েছে ব্যাঙ্ক অফ বরোদা, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, কানাড়া ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক, কোটাক মহিন্দ্রা ব্য়াঙ্ক, ইন্ডাসিন্ড ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইয়েস ব্যাঙ্ক এবং IDBI ব্যাঙ্ক। আগামী পাঁচ বছরে ব্যালেন্স শিট দ্বিগুণ করে তোলাই লক্ষ্য HDFC ব্য়াঙ্কের। 


HDFC Bank-এর এই উত্থান নিয়ে ম্যাককুয়ারি গ্রুপ ব্রোকারেজ ইউনিটের সুরেশ গণপতি বলেছেন "বিশ্বব্যাপী খুব কম ব্যাঙ্ক আছে, যারা এই পরিমাণ অর্থ ও সম্পদ তৈরি করতে পেরেছে। আগামী চার বছরের মধ্যে এই সম্পদ দ্বিগুণ হতে পারে। " 


আরও পড়ুন : Income Tax: ৩১ জুলাই শেষ তারিখ, ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলের আগে কী করতে হবে ?