Indian Airlines Update: আর্থিক সঙ্কটের মুখে এবার ৬ জুলাই পর্যন্ত ফ্লাইট বাতিল করল Go First বিমান সংস্থা ৷ ৩ মে থেকে এই নিয়ে ১২ বার ফ্লাইট বাতিল করেছে সংস্থা ৷ এর আগে ৩০ জুন পর্যন্ত ফ্লাইট বাতিল করেছিল এই এয়ারলাইন্স।
Go First News: উড়ান বাতিল নিয়ে কী বলছে বিমান সংস্থা
উড়ান বাতিল নিয়ে গো ফার্স্ট বলেছে, ''আমরা বুঝতে পারছি যে ফ্লাইট বাতিল করা আপনার ভ্রমণ পরিকল্পনায় প্রভাব ফেলে। আমরা যেভাবে পারি আপনাকে সাহায্য করার জন্য চেষ্টা করব। কোম্পানি অবিলম্বে অপারেশন শুরু করার জন্য ও রেজোলিউশনের জন্য আবেদন করেছে। আমরা আশা করি ,শীঘ্রই বুকিং শুরু করতে সক্ষম হব।''
Indian Airlines Update: আশা রাখছে কোম্পানি
এর আগে বুধবার গো ফার্স্ট বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএর কাছে এয়ারলাইনের পুনরুজ্জীবনের পরিকল্পনা জমা দিয়েছে। রেজোলিউশন পেশাদাররা ডিজিসিএ কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছেন ও তাদের সঙ্গে পুনরুজ্জীবন পরিকল্পনা নিয়ে আলোচনা করেছে।
Go First News: ৭০টি রুটে প্রতিদিন ১৬০টি ফ্লাইট
গো ফার্স্ট জানিয়েছে, রেজোলিউশনে কোম্পানি ডিজিসিএকে আশ্বাস দিয়েছে, অপারেশন শুরু করার জন্য পর্যাপ্ত পাইলট ও গ্রাউন্ড স্টাফ থাকবে তাদের কাছে। গো ফার্স্ট ফ্লাইট শুরু করার পরিকল্পনায় বলেছে, এটি বেশিরভাগ বিমানবন্দর থেকে ফ্লাইট শুরু করার প্রস্তাব রেখেছে। সেই ক্ষেত্রে ৭০টি রুটে প্রতিদিন ১৬০টি ফ্লাইট উড়ান ভরবে।
Indian Airlines Update: খারাপ আর্থিক অবস্থার কারণে গো ফার্স্ট ৩মে, ২০২৩ থেকে ফ্লাইট বাতিল করেছিল। গো ফার্স্ট অভ্যন্তরীণ বাজারে সস্তায় বিমান পরিষেবা সরবরাহকারী প্রধান সংস্থাগুলির মধ্যে একটি। এয়ারলাইনটি দীর্ঘ সময় ধরে খারাপ আর্থিক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিল। যার পরে কোম্পানি ৩ মে থেকে ফ্লাইট বাতিল করে। এর পাশাপাশি কোম্পানি ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল দেউলিয়া ঘোষণা করেছিল।
Go First News: কবে থেকে ফের পরিষেবা ?
শোনা যাচ্ছে, জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে বা শেষ নাগাদ এয়ারলাইনটি প্রতিদিন ১৫৭ টি ফ্লাইট দিয়ে কাজ শুরু করতে পারে। ৩ মে থেকে প্রতিদিন ১৬৪টি ফ্লাইট চলছিল কোম্পানির। এরপরই এয়ারলাইন তার স্বাভাবিক পরিষেবা বন্ধ করে। যার জেরে বিপদে পড়ে যাত্রীরা।
আরও পড়ুন : New Royal Enfield Bike: প্রকাশ্যে এল রয়্যাল এনফিল্ড 350 ববারের ছবি, জেনে নিন কবে লঞ্চ