Daughter Property Right: ২০০৫ সালের পর থেকেই বদলে গিয়েছে এই আইন। এই আইনের আওতায় মেয়েদের বিয়ের পরেও বাবার সম্পত্তিতে অধিকার দেওয়া হয়েছে। যা আগে ছিল না। তবে ভাই থাকলে কতটা সুবিধা পাবে মেয়ে ; কী বলছে আইন ?


 উত্তরাধিকার আইনে কী নিয়ম রয়েছে
দেশে সম্পত্তি ভাগের জন্য নির্দিষ্ট আইন রয়েছে। এই আইনের আওতায় ভারতে সম্পত্তি ভাগের জন্য ১০৬৫ সালের হিন্দু উত্তরাধিকার আইন পাস হয়েছিল। এই আইনের আওতায় হিন্দু, বৌদ্ধ, জৈন ও শিখদের মধ্যে সম্পত্তি ভাগ, উত্তরাধিকার সংক্রান্ত আইন ঠিক করা হয়েছে।


অতীতে এই অধিকার ছিল না মেয়েদের
আগে সম্পত্তিতে মেয়েদের অধিকার ছিল না। যদিও ২০০৫ সালে হিন্দু উত্তরাধিকার আইন সংশোধনের পর কন্যারাও সম্পত্তিতে পুত্রের সমান অধিকার পেতে শুরু করে। জেনে নিন, বিয়ের কত বছর পর সম্পত্তিতে কন্যাদের অধিকার থাকে? 


বিয়ের পরও কন্যাদের সম্পত্তিতে অধিকার 
২০০৫ সালের আগে হিন্দু উত্তরাধিকার আইনের অধীনে শুধুমাত্র অবিবাহিত কন্যারাই হিন্দু অবিভক্ত পরিবারের সদস্য হিসাবে বিবেচিত হত। বিয়ের পর তাদেরকে হিন্দু অবিবাহিত পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করা হতো না। অর্থাৎ বিয়ের পর সম্পত্তিতে তাদের কোনও অধিকার ছিল না। কিন্তু ২০০৫ সালে হিন্দু উত্তরাধিকার আইনে সংশোধনীর পর মেয়েরা সম্পত্তির সমান উত্তরাধিকারী হিসেবে বিবেচিত হয়।


 ছেলে-মেয়ের সমান অধিকার
বর্তমানে বদলে গিয়েছে আিন। বিয়ের পর বাবার সম্পত্তিতে ছেলের সমান অধিকার পায় মেয়ে। বিয়ের পরও এর কোনও পরিবর্তন হয় না। বিয়ের কত বছর পরে কন্যার সম্পত্তিতে অধিকার থাকবে তার কোনও সীমা বা নিয়ম নেই। অর্থাৎ সম্পত্তিতে কন্যার সর্বদা অধিকার থাকবে।


কেবল পৈতৃক সম্পত্তির উপরই অধিকার
ভারতে হিন্দু উত্তরাধিকার আইনের আওতায় সম্পত্তি দুটি বিভাগে বিভক্ত। একটি পৈতৃক সম্পত্তি এবং অন্যটি স্ব-অর্জিত সম্পত্তি। পৈতৃক সম্পত্তি যা প্রজন্ম থেকে প্রজন্মে চলে যায়। এই সম্পত্তিতে পুত্র-কন্যাদের জন্মগত অধিকার রয়েছে। কিন্তু যে সম্পত্তি পিতার স্বয়ং অর্জিত অর্থাৎ নিজের উপার্জন থেকে ক্রয় করা হয়, তাতে কারও জন্মগত অধিকার নেই।


বাবা চাইলে পুরো সম্পত্তি ছেলের কাছে হস্তান্তর করতে পারেন। আর তিনি চাইলে তা তার মেয়ের কাছে হস্তান্তর করতে পারেন। অথবা তিনি উভয়ের মধ্যে সমানভাবে ভাগ করতে পারেন। যদি পিতা তার সম্পত্তি ভাগ না করে মারা যান, তবে পুত্র এবং কন্যা উভয়ই সম্পত্তির বৈধ উত্তরাধিকারী।


'ক্লাস ওয়ান' আইনত উত্তরাধিকারী কারা


 যদি বাবা উইল ছাড়াই মারা যান, তবে তার স্ব-অর্জিত সম্পত্তি তার 'ক্লাস ওয়ান' আইনগত উত্তরাধিকারীদের মধ্যে সমানভাবে ভাগ করা হয়, যার মধ্যে তার স্ত্রী, সন্তান এবং মা থাকে।


Aadhaar Card: আধার কার্ডে বিনামূল্যে আপডেট করা যাবে না এই বিষয়গুলি, কীসে কত ফি