Aadhar-Pan Link: আধার কার্ডের (Aadhar Card) সঙ্গে প্যান কার্ড (PAN Card) সংযুক্তিকরণের শেষ তারিখ ছিল ৩০ জুন। যাঁরা এই সময়সীমার মধ্যে আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করাননি, আয়কর দফতর তাঁদের অনেকেরই প্যান কার্ড ডিঅ্যাক্টিভ করে দিয়েছে। পয়লা জুলাই থেকে এইসব ইউজারের প্যান কার্ড ইন-অপারেটিভ হয়ে গিয়েছে। কিন্তু এখনও ইউজারদের হাতে সুযোগ রয়েছে এই ইন-অপারেটিভ প্যান কার্ড চালু করার। এক্ষেত্রে পেনাল্টি দিতে হবে ১০০০ টাকা। পেনাল্টি দেওয়ার ৩০ দিনের মধ্যে আপনার প্যান কার্ড অপারেটিভ বা কার্যকর হবে। Central Board of Direct Tax- এর নোটিফিকেশনে এমনটাই জানানো হয়েছে। 


আপনার প্যান কার্ড অ্যাক্টিভেট আছে নাকি নেই, বুঝবেন কীভাবে?


অফশিয়াল ই-ফাইলিং পোর্টালে লগ-ইন করতে হবে ইউজারদের। https://www.incometax.gov.in/iec/foportal/ এখানে যেতে হবে। এবার Quick Link অপশনে ক্লিক করতে হবে এবং Verify Your PAN Details এই হাইপার লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর ইউজারদে নিজেদের প্যান অম্বর, পুরো নাম, জন্মতারিখ এবং স্টেটাস দিতে হবে। একদম শেষে দিতে হবে ক্যাপচা। এরপর সাবমিট বাটনে ক্লিক করে প্যান কার্ডের যাবতীয় তথ্য ভেরিফাই করা যাবে।  


প্যান কার্ড অ্যাক্টিভেট করার বিভিন্ন পর্যায়


প্রথমে যেতে হবে হবে https://www.incometax.gov.in/iec/foportal/ এই ওয়েবসাইটে। এরপর আধার-প্যান লিঙ্ক করার অপশন অনুসারে এগোতে হবে। এরপর বিস্তারিত বিবরণ পূরণ করে CHALLAN NO./ITNS 280- তে ক্লিক করে আধার-প্যান লিঙ্কের রিকোয়েস্ট সাবমিট করতে হবে অর্থাৎ জমা দিতে হবে। পেনাল্টি দেওয়ার জন্য পেমেন্ট মোড বেছে নিতে হবে এরপর। তারপর Assessment Year (AY) এবং পুরো ঠিকানা দিয়ে প্যান নম্বর যুক্ত করতে হবে। 


আপনার প্যান কার্ড ইন-অপারেটিভ হয়ে গেলে কী কী সমস্যা দেখা দিতে পারে? 


আয়কর বিভাগের নিয়ম অনুসারে, প্যান কার্ড বেশ কিছু আর্থিক লেনদেন বা ট্রানজাকশনের ক্ষেত্রে অবশ্যই প্রয়োজন হয়। যেমন ধরুন আপনি DeMat অ্যাকাউন্ট খুলতে চাইছেন, সেখানে প্রয়োজন প্যান কার্ড। এর পাশাপাশি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ কিংবা ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করতে গেলেও প্যান কার্ড কাজে লাগে। এছাড়াও আপনার প্যান কার্ড ইন-অপারেটিভ অর্থাৎ অকেজো হয়ে থাকলে tax-deducted sources (TDS) এবং tax-collected sources (TCS) যথাক্রমে সংগ্রহ করা এবং কেটে নেওয়া হবে অনেক বেশি হারে। আর ইন-অপারেটিভ প্যানের কারণে কোনও রিফান্ডও পাওয়া যাবে না। 


প্যান কার্ড এবং আধার কার্ড সংযুক্ত করা জরুরি কেন


ট্যাক্স ফাইলিং এবং ট্যাক্স পেমেন্টের কাজ যাতে সহজ-সাবলীল ভাবে করা যায় সেই জন্যই আধার এবং প্যান কার্ড সংযুক্তিকরণের কথা বলেছে সরকার। প্যান এবং আধার সংযুক্ত থাকলে করদাতারা ফাঁকি দিতে পারবেন না। এর পাশাপাশি করদাতারা সঠিকভাবে কর দিয়েছেন সেই ব্যাপারেও নিশ্চিত হওয়া যায়। এছাড়াও প্রতারণার ঝুঁকি কমে।