Passport Application: দ্রুত সমস্যাবিহীন বিদেশযাত্রার ক্ষেত্রে  তৎকাল পাসপোর্ট (Tatkal Passport) হতে পারে দারুণ সমাধান। সাধারণ পাসপোর্টের অনেক আগেই আপনার হাতে চলে আসবে এই নথি। সেই ক্ষেত্রে অনলাইনে কয়েকটি ধাপ পেরোলেই পেয়ে যাবে তৎকাল পাসপোর্ট। 


Tatkal Passport Online: বিদেশযাত্রার ক্ষেত্রে আবশ্যিক নথি
বর্তমানে পাসপোর্ট একটি অপরিহার্য নথি। বিদেশযাত্রার ক্ষেত্রে ভ্রমণের সময় অবশ্যই বহন করতে হবে এই পাসপোর্ট। আপনার শেষ মুহূর্তের ট্রিপ বা জরুরি ভ্রমণকে সমস্যামুক্ত করতে পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার আগে এর রিনিউয়াল বাধ্যতামূলক। সেই ক্ষেত্রে এই জরুরি বিষয়গুলি মাথায় রাখতে হবে আবেদনকারীকে। বিদেশমন্ত্রক পাসপোর্টের জন্য দুটি পদ্ধতিতে আবেদন করার বিধান দিয়েছে। সাধারণ ও তৎকাল পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন আপনি। সাধারণ পাসপোর্টের তুলনায়, তৎকাল পাসপোর্ট মাত্র কয়েক দিনের মধ্যে দিয়ে দেওয়া হয়।


Passport Application: কী পার্থক্য দুই পাসপোর্টে ?
সাধারণ ও তৎকাল পাসপোর্টের জন্য আবেদন করার মধ্যে খুব বেশি পার্থক্য নেই। ডকুমেন্টেশন ও  যাচাইকরণের ক্ষেত্রে তৎকাল আবেদনের জন্য কেবল কয়েকটি অতিরিক্ত নথির প্রয়োজন হতে পারে।  তত্কাল পাসপোর্টগুলি পাঠানোর জন্য ১-৩ দিন সময় লাগে। সেই তুলনায় সাধারণ পাসপোর্টগুলি ৩০ টি কার্যদিবসের মধ্য়ে পেতে পারেন আবেদনকারী।


Tatkal Passport Online: তৎকাল আবেদনের জন্য প্রয়োজনীয় নথি
আবেদনকারীরা এই তালিকা থেকে তিনটি নথি জমা দিয়ে তৎকাল পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন।


Passport Application: কীভাবে অনলাইনে তৎকাল পাসপোর্টের জন্য আবেদন করবেন ?
১ প্রথমে passportindia.gov.in ওয়েবসাইটে যান ও  New User Registration-এ ক্লিক করুন।
২ এবার শংসাপত্রগুলি পূরণ করে  আপনার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।
৩ এই পর্বে অ্যাপ্লিকেশন অপশন নির্বাচন করে ফ্রেশ বা রি-ইস্যু করুন।
৪ এখানে এসে আপনি সাধারণ বা তৎকাল পাসপোর্টের অপশন পাবেন।
৫ এবার আবেদনপত্র পূরণ করুন ও জমা দিন।
৬ আবেদনপত্র পূরণ করুন ও জমা দিন।
৭ শেষে ফি জমা দিয়ে রসিদের প্রিন্ট আউট নিন। এবার আপনার নিকটতম পাসপোর্ট পরিষেবা কেন্দ্রে একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করুন।


Passport News: পাসপোর্ট পুনরায় ইস্যু করতে কত সময় লাগে ?
কোনও ব্যক্তির পাসপোর্ট ছিঁড়ে গেলে বা ক্ষতিগ্রস্থ হলে তাঁকে প্রথমে পুলিশে অভিযোগ জানাতে হবে। এরপরে আপনাকে পাসপোর্ট সেবা কেন্দ্র বা আঞ্চলিক অফিসে একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। সেখানে আপনার সব নথি পরীক্ষা করা হবে। আপনার পুলিশে দায়ের করা অভিযোগের অনুলিপিও অ্যাপয়েন্টমেন্টে পরীক্ষা করা হবে। এরপর বিষয়টি আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাঠানো হবে। সেখানে আপনি ১ সপ্তাহের মধ্যে একটি নতুন পাসপোর্ট পেয়ে যাবেন।


Passport News: পাসপোর্ট হারিয়ে গেলে কী করবেন ?
১ আপনার পাসপোর্ট হারিয়ে গেলে প্রথমে থানায় অভিযোগ করুন। কোনও কারণে পাসপোর্টের অপব্যবহার হলে পরবর্তীকালে আপনার কোনও 
সমস্যা হবে না। 
২ সেই ক্ষেত্রে হারিয়ে যাওয়া পাসপোর্টের তথ্য পাসপোর্ট অফিসে দিতে হবে। 
৩ পরবর্তীকালে আপনাকে এ সম্পর্কে দূতাবাসকেও জানাতে হবে। 
৪ এর পরে আপনাকে একটি আবেদনপত্র পূরণ করে অফিসে জমা দিতে হবে।
৫ ফর্মের সঙ্গে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ নথি জমা দিতে হবে। 
৬ শেষে যাচাইকরণের পরে একটি নতুন পাসপোর্ট ইস্যু করা হবে।


আরও পড়ুন : Passport Update: পাসপোর্ট ছিঁড়ে গেলে বড় সমস্যা, সমাধান কী জানেন ?