LIC Special Campaign: বন্ধ পলিসি ফেরে শুরু করার সুযোগ দিচ্ছে LIC। আপনি যদি দেশের সবচেয়ে বড় লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন কোম্পানির পলিসি হোল্ডার হয়ে থাকেন, তবে আপনার জন্য রয়েছে সুখবর। কোনও কারণে আপনার পলিসি বন্ধ হলে গেলে তা ফের চালু করতে পারেবন। বাতিল পলিসিগুলিকে পুনরুদ্ধারে বিশেষ প্রচার শুরু করেছে এলআইসি।


LIC Update: কতদিন পর্যন্ত পাওয়া যাবে এই বিশেষ সুযোগ ?
১৭ অগাস্ট থেকে ২১ অক্টোবরের মধ্যে LIC-এর ল্যাপস পলিসি আবার চালু করা যেতে পারে। এই প্রচারাভিযানের অধীনে সমস্ত নন-ইউলিপ পলিসি সক্রিয় করা যেতে পারে। এতে আপনি লেট ফি-তেও অনেক ছাড় পাবেন।


LIC Special Campaign: পলিসিধারীরা স্বস্তি পাবেন


এলআইসি পলিসি হোল্ডারদের যারা সময় মতো প্রিমিয়াম দিতে পারেননি ও যাদের পলিসি বাতিল হয়ে গেছে তারা এই পর্চারের সুয়োগ নিতে পারবেন। টুইটে সেই কথাই বলেছে এলআইসি। 


LIC Update: কত বছরের পুরনো পলিসি 


এলআইসি জানিয়েছে যে, এই প্রচারে ইউলিপ ছাড়া অন্য সব পলিসিগুলি পুনরুদ্ধার করা যেতে পারে। তবে বকেয়া প্রথম প্রিমিয়ামের তারিখ ৫ বছরের বেশি হলে চালু করা যাবে না পলিসি। কোম্পানি জানিয়েছে, মাইক্রো ইন্স্যুরেন্স পলিসি ফের শুরু করতে লেট ফি-তে ১০০ শতাংশ ছাড় দেওয়া হবে।


LIC Special Campaign: আপনি এই ছাড় পাবেন


এবার LIC 1 লক্ষ টাকা পর্যন্ত বকেয়া প্রিমিয়ামে দেরির ফিতে 25 শতাংশ ছাড় দিচ্ছে। এতে সর্বোচ্চ 2,500 টাকা ছাড় দেওয়া হবে। 1 থেকে 3 লক্ষ টাকার বকেয়া প্রিমিয়ামে সর্বাধিক ছাড় দেওয়া হবে 3000 টাকা৷ 3 লক্ষ টাকার উপরে বকেয়া প্রিমিয়ামের উপর 30 শতাংশ ছাড় দেওয়া হবে। সর্বোচ্চ ডিসকাউন্ট হবে 3,500 টাকা।


LIC এর নেট আয় 682.9 কোটি টাকা


চলতি বছরের মে মাসে LIC আইপিও এনেছে। সেই সময় শেয়ার প্রতি 949 টাকা হারে বিনিয়োগকারীদের শেয়ার বরাদ্দ করেছিল কোম্পানি। যদিও শেয়ারের লিস্টিংয়ের খুবই খারাপ পরিণতি হয়। দিনে দিনে কমতে থাকে এই স্টকের দাম। এটি গত কয়েকদিন ধরে শক্তি দেখাচ্ছে।জুন ত্রৈমাসিকে, এলআইসির নেট আয় বহুগুণ বেড়ে 682.9 কোটি টাকা হয়েছে।


আরও পড়ুন: SBI Utsav Deposit: ১০০০ দিন টাকা রাখলে ৬.৬০ শতাংশ সুদ, উৎসব ফিক্সড ডিপোজিট আনল স্টেট ব্যাঙ্ক