Online Hotel Booking Fraud: আজকাল সময়ের অভাবে আমরা অনেকেই প্রায় সব কাজই অনলাইন (Online Scam) মাধ্যমে করে থাকি। ধরুন আপনি বেড়াতে যাবেন। সেক্ষেত্রে টিকিট কাটা থেকে শুরু করে হোটেল বুকিং- (Hotel Booking) সবই আজকাল বাড়ি বসে অনলাইনে করা সম্ভব। কিন্তু এই সুবিধার আড়ালে অনেকসময়েই লুকিয়ে থাকে আর্থিক প্রতারণার (Financial Fraud) ফাঁদ। বিশেষ করে অনলাইনে বিমানের টিকিট কাটতে গিয়ে প্রতারকদের জালে পড়েন অনেকে। এর পাশাপাশি তালিকায় রয়েছে হোটেলের রুম বুকিংও। অনলাইনে হোটেল বুক করার সময়েও অজান্তেই আপনি আর্থিক প্রতারণার ফাঁদে পা দিতে পারেন। আর যতক্ষণে সবটা বুঝতে পারবেন, ততক্ষণে সর্বনাশ যা হওয়ার হয়ে যাবে। তাই সতর্ক থাকা জরুরি।


অনলাইনে হোটেল বুক করার সময় কোন কোন বিষয় অতি অবশ্যই খেয়াল রাখা প্রয়োজন, চলুন জেনে নেওয়া যাক



  • যেকোনও ওয়েবসাইট থেকে হোটেল বুক করতে যাবেন না। বরং ভরসা রাখুন পরিচিত এবং অনুমোদন ও স্বীকৃতিপ্রাপ্ত ওয়েবসাইটের উপর। এক্ষেত্রে প্রতারণার সম্ভাবনা অন্যান্য ওয়েবসাইটের তুলনায় অনেকটাই কম। 

  • যেসব ওয়েবসাইটে প্রচুর ছাড় দেওয়া হয়, সাধারণত সেগুলি থাকে প্রতারকদের ফাঁদ। একটু বেশি ছাড়ের লোভে যদি আপনি এগোন তাহলে সর্বনাশ হতে বেশি সময় লাগবে না। অতএব যেসব জায়গায় লোভনীয় অফারের ব্যাপার রয়েছে সেগুলি সবার আগে এড়িয়ে চলুন। অনেকসময় এই আকর্ষণীয় অফারের সঙ্গে যুক্ত থাকে লিঙ্ক কিংবা ইমেল অ্যাড্রেস। এগুলি সবই ফিশিং লিঙ্ক। একবার ক্লিক করা মানেই প্রতারকদের ফাঁদে পা দিলেন আপনি। অতএব সতর্ক থাকা দরকার। 

  • সরাসরি হোটেলের নিজস্ব ওয়েবসাইটে গিয়েও আপনি বুকিং করতে পারেন। এটা অনেক বেশি নিরাপদ। এইসব হোটেলের ওয়েবসাইটে থাকে তাদের ফোন নম্বর। সেখানে ফোন করে বিশদে সব তথ্য জেনে নিতে পারবেন। এর পাশাপাশি অন্যান্য গ্রাহকদের রিভিউ পড়ে নেওয়াও জরুরি।হোটেল সম্পর্কে খারাপ, ভাল যে তথ্যই থাকুক তা আপনার জানা দরকার।

  • অনলাইনে হোটেল বুকিং মানে টাকাপয়সার লেনদেনও হবে অনলাইনেই। এই ব্যাপারে সবচেয়ে বেশি সতর্ক থাকুন। নেট ব্যাঙ্কিং করতে সাবধানে থাকা দরকার। ভরসাযোগ্য ওয়েবসাইট ছাড়া ব্যাঙ্কিং ক্রেডেন্সিয়াল শেয়ার না করাই মঙ্গলের। অনেক ওয়েবসাইটে নগদে টাকা দিতে বলা হয়। মানে ইউপিআই পেমেন্ট মাধ্যম কিংবা নেট ব্যাঙ্কিং নয়। তার পরিবর্তে অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট টাকা ট্রান্সফারের কথা বলা হয়। এই ফাঁদে ভুলেও পা দেবেন না। সর্বোপরি কোনও কিছুতে সন্দেহ জাগলে, ভরসাযোগ্য মনে না হলে তা অবিলম্বে এড়িয়ে চলুন। সতর্ক এবং সাবধান থাকলে তবেই এড়াতে পারবেন আর্থিক প্রতারণা। 


আরও পড়ুন- সদ্য বাবা-মা হয়েছেন? নবজাতকের জন্য দ্রুত সেরে ফেলুন এই কাজ!


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y