Salary In Hand: বড় অঙ্কের বেতন হলেও হাতে আসে তার অনেকটাই কম। আপনি যদি একজন বেতনভুক কর্মী হন তাহলে আপনাকে বুঝতে হবে বেতনের গণিত। যেখান CTC (কস্ট টু কোম্পানি) অনুসারে টেক হোম বেতন বদলে যায় সবার। জেনে নিন, সেই ক্ষেত্রে কীভাবে হয় হিসেব। 


Salary Calculations: এই পদ্ধতিতে হয় হিসেব 
বেতন গণনার একটি সূত্র রয়েছে, যার ভিত্তিতে আমরা জানতে পারি কীভাবে কারও গ্রস স্যালারি থেকে নেট স্যালারি বের করা হয়। আপনার বেতন যদি ১ লাখ টাকা হয়ে থাকে, তাহলে হাতে কত টাকা পাবেন জানেন। এই বেতনকেই ইন হ্যান্ড স্যালারি বা টেক হোম বলা হচ্ছে।


বেতন হিসেবের সূত্র- বেসিক + এইচআরএ + অন্যান্য ভাতা। যা থেকে প্রভিডেন্ট ফান্ড- ইনকাম ট্যাক্স- ইন্স্যুরেন্স-ট্যাক্স বিয়োগ করার পরে যে পরিমাণ টাকা আসবে, তা আপনার ইন হ্যান্ড স্যালারি হিসাবে বিবেচিত হবে।


এবার একটি উদাহরণ দিয়ে বিষয়টি বোঝা যাক


সূত্র অনুযায়ী এক লাখ টাকা বেতন হলে হাতে কত পাবেন ?


বেতন বা CTC –  1 লাখ টাকা


মূল বেতন - CTC এর 40% = 40,000 টাকা


HRA (বাড়ি ভাড়া)- মূল বেতনের 50% = 20,000 টাকা


অন্যান্য ভাতা - মূল বেতনের 70% = 28,000 টাকা


বাদ – প্রভিডেন্ট ফান্ড হিসাবে মাসে 4800 টাকা কাটতে হবে = যা বেসিকের 12%


পাশাপাশি 7200 টাকা বিমা ও কর বাবদ কাটা হবে।


সেই ক্ষেত্রে কোনও ব্যক্তির বেতন মাসে 1 লাখ টাকা হলে 40 হাজার + 20 হাজার + 28 হাজার = 88,000 টাকা ইন হ্যান্ড স্যালারি আকারে অ্যাকাউন্টে আসবে 


আরও পড়ুন : Electricity Bill: গরমে এসি চালালেও কম আসবে বিদ্যুতের বিল, রইল পাঁচ পরামর্শ