AC Tips: দেশে বেড়েই চলেছে তাপমাত্রার পারদ। গ্রীষ্মের এই দাবদাহ থেকে বাঁচতে এসির (AC Tips) দ্বারস্থ হচ্ছে দেশবাসী। ভারতে এয়ার কন্ডিশনার এখন আর বিলাসিতা নয়, প্রয়োজনীয়তা হয়ে দাঁড়িয়েছে। তবে গরমে AC সুখের আবহ তৈরি করলেও চিন্তা বাড়ায় বিদ্যুতের বিল। সেই ক্ষেত্রে এই পাঁচ পরামর্শ মেনে চললে পকেটে পড়বে না টান।


Electricity Bills in Summers: সময়মতো এসি সার্ভিস করান
সবচেয়ে বড় বিষয় হল, বিদ্যুতের বিল গরমে নিয়ন্ত্রণে রাখতে এসি চালুর আগে সিজনে একবার অন্তত সার্ভিস করান। আপনি এসি বেশি ব্যবহার করলে ৩ মাস অন্তর একবার সার্ভিস করানো উচিত। এই সার্ভিসের সময় এসির কয়েলগুলি পরিষ্কার করা হয়। ভোল্টেজের কানেকশন ও কুল্যান্টের স্তর পরীক্ষা করেন মেকানিক। যাতে অত্যধিক গরমেও স্বাভাবিক কাজ করে আপনার এসি।


AC Tips: এসিতে কোনও লিক আছে নাকি দেখুন ? 
উইন্ডো এসি থাকলে বার বার এই সমস্যার সৃষ্টি হয়। কখনও কখনও এসি ও জানালার ফ্রেমের মধ্যে কিছু জায়গা থেকে যায়, যা এয়ার কন্ডিশনারের ঠান্ডা করার ক্ষমতাকে কম করে। যদি ঘরে কোনও ফুটো থাকে তবে সেখানে এমসিএল দিয়ে তা ভর্তি করে দিন।


Electricity Bills in Summers: এসি টাইমার সেট করুন


অনেক সময় বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বার বার এসি চালু ও বন্ধ করেন ব্যবহারকারী। এতে অনেক সময় সমস্যা সৃষ্টি হতে পারে। সেই ক্ষেত্রে এসিতে টাইমার সেট করতে পারেন ব্যবহারকারী। যা কিছু সময়ের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে এসি বন্ধ করে দেবে। বার বার নতুন করে এসি বন্ধ বা চালু করতে হবে না ব্যবহারকারীকে।


AC Tips: কাট-অফ টেম্পারেচারে চালান


এয়ার কন্ডিশনারকে কাট-অফ তাপমাত্রায় রাখার অর্থ এমন একটি তাপমাত্রা সেট করা যা ঘরে তৈরি হলেই এসি বন্ধ হয়ে যাবে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যদি AC ২৪ ডিগ্রির কাট-অফ তাপমাত্রায় থাকে, তাহলে ২৪ ডিগ্রি তাপমাত্রায় পৌঁছনোর সঙ্গে সঙ্গে AC বন্ধ হয়ে যাবে। যখন ঘরের তাপমাত্রা এর থেকে বাড়তে থাকবে তখন স্বয়ংক্রিয়ভাবে কম্প্রেসার চালু হয়ে যাবে।


AC Tips: নিয়মিত এয়ার ফিল্টার পরিষ্কার করুন


এসির এয়ার ফিল্টারগুলি HVAC সিস্টেমের ধুলোকে দূরে রাখে। যার ফলে ঘরে সহজেই ভালভাবে কাজ করতে পারে এয়ার কন্ডিশনার। সেই ক্ষেত্রে এয়ার ফিল্টার সব সময় ধুলো নিয়ন্ত্রণে রাখে। এটি সময়ে সময়ে নোংরা হয়ে যায়। যা পরিষ্কার করা অবশ্য কর্তব্যের মধ্যে পড়ে। এসির এয়ার ফিল্টার পরিষ্কার করতে শুধু জল দিয়ে ধুলেই হবে।


আরও পড়ুন : SBI Update: স্টেট ব্যাঙ্কের নামে প্রতারণার ফাঁদ, আপনি পা দেননি তো ?