ITR Filing: আয়কর রিটার্ন জমা করার সময় যদি কিছু ভুলভ্রান্তি হয়ে গিয়ে থাকে, তাহলে তা সংশোধনও করে নেওয়া যায় আর তার জন্য আয়কর দফতর আলাদা সময় ধার্য করে। আর সেই সংশোধনের (ITR U) শেষ দিন নিয়েই বড় ঘোষণা দিল আয়কর দফতর। আগামী ৩১ মার্চের মধ্যেই করদাতাদের সমস্ত আয়কর রিটার্নের (ITR Filing) যা কিছু ভুল সংশোধন করে নিতে হবে, এরপর আর তা করা যাবে না। আয়কর বিভাগ জানিয়েছে, এমন অনেক করদাতা আছেন যারা আয়কর রিটার্নের সময় প্রচুর ভুলভ্রান্তি করেছেন, এমনকী কেউ কেউ এখনও আয়কর রিটার্ন জমাই করেননি। যারা রিটার্ন জমার সময় ভুল করেছেন, তাঁরা এই নির্দিষ্ট সময়ের মধ্যে সংশোধন করে নিতে পারবেন।


সুদ ও ডিভিডেন্ডের সঠিক তথ্য দেননি অনেকেই


আয়কর বিভাগ থেকে পাওয়া তথ্য অনুসারে অনেক করদাতাই তাঁদের রিটার্নে তৃতীয় পক্ষের কাছ থেকে প্রাপ্ত সুদ ও ডিভিডেন্ডের সঠিক তথ্য দেননি। অনেকে এখনও রিটার্ন দাখিলই করেননি। আয়কর বিভাগের তরফ থেকে এই ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে। ৩১ মার্চের মধ্যে তাঁদের রিটার্নে (ITR Filing) ভুল সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে। আর এই ভুল সংশোধনের (ITR U) জন্য ই-রিটার্ন ফাইলিং পোর্টালে গিয়ে আপডেট রিটার্ন ফাইল অপশন বেছে নিতে হবে। এই ব্যাপারে সমস্ত করদাতাকেই মেসেজ ও ইমেলের মাধ্যমে সতর্কবার্তা জানানো হয়েছে।


বড় অঙ্কের লেনদেন উল্লেখ নেই আইটিআর ফাইলে


বার্ষিক তথ্য বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে যে করদাতারা অনেকেই তাঁদের রিটার্নে বড় অঙ্কের লেনদেনের কোনও উল্লেখ করেননি। ২০২১-২২-এ দাখিল হওয়া কিছু আয়কর রিটার্নে (ITR U) এই অমিল পাওয়া গিয়েছে বলে জানিয়েছে আয়কর বিভাগ। বর্তমানে মানুষ যাতে স্বচ্ছভাবে আয়কর জমা করতে পারে, সহজে আয়কর জমা করতে পারে, সেজন্য রিটার্ন জমা করার পদ্ধতির অনেক সরলীকরণ করা হয়েছে। তবে আইটিআরে (ITR Filing) দেওয়া তথ্য আর আয়কর বিভাগের কাছে থাকা তথ্যের মধ্যে অনেক ক্ষেত্রে অমিল খুঁজে পেয়েছে আয়কর দফতর।


যে সমস্ত করদাতা বড় অঙ্কের লেনদেন করেও আয়কর রিটার্নে দাখিল করেননি তাঁদের ইমেলের মাধ্যমে আয়কর বিভাগ ই-ভেরিফিকেশন স্কিম ২০২১-এর অধীনে তথ্য পাঠাচ্ছে। এর মাধ্যমে করদাতাদের ই-ফাইলিং পোর্টালে গিয়ে তাঁদের AIS চেক করে নেওয়া অনুরোধ জানানো হচ্ছে।


আরও পড়ুন: IPO: আজ খুলেছে এই কেমিক্যাল কোম্পানির আইপিও, ৫০ টাকা প্রিমিয়ামে জিএমপি- বিনিয়োগে লাভ হবে ?