IRCTC E-Wallet Facilities: রেলযাত্রায় টিকিট বুকিং হয়ে গেল আরও সহজ। IRCTC আপনার জন্য একটি বিশেষ সুবিধা নিয়ে এসেছে। এর মাধ্যমে আপনি সহজেই ট্রেনের টিকিট বুক করতে পারবেন। IRCTC গ্রাহকদের জন্য ই-ওয়ালেট (IRCTC eWallet) এর সুবিধা নিয়ে এসেছে। এটি এক ধরনের অ্যাডভান্স পেমেন্ট সিস্টেম, যার মাধ্যমে আপনি IRCTC
অ্যাকাউন্টে টাকা জমা করতে পারবেন, টিকিট বুক করতে পারবেন। আসলে এটি এক ধরনের ডিজিটাল ওয়ালেট।
eWallet এর বৈশিষ্ট্য
IRCTC eWallet নিরাপদ লেনদেনে আপনাকে সাহায্য করবে। এছাড়াও বুকিংয়ের সময় পেমেন্ট গেটওয়ের ঝামেলা থেকেও মুক্তি দেবে এই ই-ওয়ালেট। আপনি যত তাড়াতাড়ি সম্ভব টিকিট বুক করতে পারবেন এই ই-ওয়ালেটের মাধ্যমে। লেনদেনের সময় OTP দেরিতে পাওয়ার ক্ষেত্রেও এটি আপনাকে সাহায্য করবে।
IRCTC eWallet-এর বিশেষ বৈশিষ্ট্য
এই ক্ষেত্রে ই-ওয়ালেটের ব্যবহারকারীদের ইউজার যাচাইকরণের জন্য প্যান বা আধার নম্বর দিতে হবে।টিকিট বুকিংয়ের সময় আপনাকে লেনদেনের পাসওয়ার্ড/পিন নম্বর লিখতে হবে। এরপরই টিকিট বুকিং করতে পারবেন আপনি।এই ওয়ালেটের মাধ্যমে আপনি সহজেই ট্রানজাকশন হিস্ট্রিও দেখতে পারবেন।
কীভাবে IRCTC eWallet-এ টাকা জমা করবেন ?
সবার আগে ব্যবহারকারী IRCTC ই-ওয়ালেটে লগইন করুন।
এবার আপনার প্রয়োজনীয় টাকার অঙ্ক লিখুন।
এখন অনলাইন পেমেন্টের মাধ্যমে ওয়ালেটে টাকা যোগ করুন।
এরপরে টাকা IRCTC ই-ওয়ালেটে জমা হবে।
কীভাবে টিকিট বুক করবেন ?
আপনি যদি ই-ওয়ালেটের মাধ্যমে টিকিট বুক করেন, তাহলে প্রথমে IRCTC আইডি দিয়ে লগ ইন করুন।
এরপরে আপনাকে 'প্ল্যান মাই ট্রাভেল' পেজে ক্লিক করতে হবে।
এবার ই-ওয়ালেট রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করুন।
এখন আপনাকে আপনার প্যান বা আধার বিবরণ পূরণ করতে হবে।
শেষে 50 টাকা পর্যন্ত এককালীন রেজিস্ট্রশন ফি জমা দিন।
এই পর্বে ই-ওয়ালেটে সর্বনিম্ন 100 টাকা জমা দিন।
পরে বুকিং ডিটেইলস লিখে দুই মিনিটের মধ্যে টিকিট বুক করুন।
আরও পড়ুন : Public Provident Fund: বন্ধ রেখেছেন পিপিএফ অ্যাকাউন্ট ? বড় ক্ষতির মুখে পড়বেন আপনি