FD Interest Rates 2022 : আপনি যদি ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করার পরিকল্পনা করেন, তাহলে এই সরকারি ব্যাঙ্কে (পাবলিক সেক্টর ব্যাঙ্ক) এফডিতে বিনিয়োগ করতে পারেন। এই সরকারি ব্যাঙ্কে এখন আপনি সর্বোচ্চ সুদ পাবেন। এখনও বিনিয়োগের ক্ষেত্রে সরকারি ব্যাঙ্কে FD করা দেশের সবচেয়ে জনপ্রিয় ও সুরক্ষিত বিনিয়োগ হিসাবে ধরা হয়। এতে নির্দিষ্ট রিটার্নের সঙ্গে ঝুঁকি নেই বললেই চলে।
Fixed Deposit: এসব ব্যাঙ্ক বেসিস পয়েন্ট বাড়িয়েছে
দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) এফডিতে ৯০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। একইভাবে ব্যাঙ্ক অফ বরোদা (BOB), পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) ও কানারা ব্যাঙ্ক আকর্ষণীয় সুদের হার সহ বিশেষ FD স্কিম শুরু করেছে৷
FD Interest Rates: সুদ পাচ্ছেন ৭ থেকে ৭.২৫ শতাংশ
এইসব ব্যাঙ্কে বিনিয়োগকারীরা তাদের টাকা জমা দিতে পারেন। এতে টাকা জমা রেখে আপনি ৭ থেকে ৭.২৫ শতাংশ পর্যন্ত সুদ নিতে পারবেন। এছাড়াও, প্রবীণ নাগরিকদের জন্য FD স্কিমে ৭.৫ থেকে ৭.৭৫ শতাংশ পর্যন্ত সুদ পাওয়া যাচ্ছে।
Fixed Deposit: রেপো রেট বাড়াল আরবিআই
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক মে থেকে নভেম্বর পর্যন্ত প্রায় ৪ বার রেপো রেট ১.৯০ শতাংশ বাড়িয়েছে।এই কারণে এখন ঋণ নেওয়া ব্যয়বহুল হয়ে পড়েছে। একই কারণে অবশ্য ফিক্সড ডিপোজিট বিনিয়োগকারীরা সুবিধা পেয়েছেন। গত কয়েক মাসে বেশিরভাগ ব্যাঙ্কই FD-এর সুদের হার বাড়িয়েছে। এতে পেনশনভোগী ও প্রবীণ নাগরিক উভয়ই উপকৃত হয়েছেন।
FD Interest Rates: কত সুদ পাচ্ছে গ্রাহক ?
আপনি অবশ্যই একবার এফডি-তে সুদের হার দেখতে পাবেন। আপনি একই সাথে বেশ কয়েকটি ব্যাংকের সুদের হার তুলনা করতে পারেন।
Bank Name | 6 Months to 1 Year (%) | 1 To 2 Years (%) | 2 To 3 Years (%) | 3 To 5 Years (%) | 5 Years and Above (%) |
State Bank of India | 5.5 | 6.1 | 6.25 | 6.1 | 6.1 |
Bank of Baroda | 4.65 | 5.5-5.75 | 5.55-6 | 5.65 | 5.65 |
Bank of India | 4.6 | 5.75-6.3 | 5.75-7.25 | 6.25 | 5.75 |
Canara Bank | 5.5 | 6.25-7 | 6.25 | 6.5 | 6.5 |
Central Bank of India | 4.65-4.75 | 5.55-5.75 | 5.6-6.25 | 5.5 | 5.6 |
Indian Bank | 4.5-4.75 | 6.1-6.3 | 6.5 | 6.4 | 6.4 |
Punjab National Bank | 5.5 | 6.3-7 | 6.25 | 6.1 | 6.1 |
Bank of Maharashtra | 5 | 5.4-5.7 | 5.5 | 5.5 | 5.5 |
Union Bank of India | 4.40-5.25 | 6.3-7 | 6.7 | 6.7 | 6.7 |