Loan Interest Rates: মাত্র একটা ই-মেলেই কমে যাবে আপনার হোম লোনের সুদ (Home Loan) । সেই ক্ষেত্রে নিয়ম মেনে করতে হবে এই কাজ। তবে গৃহঋণের সুদ (Home Loan Interest) কমাতে পারবেন আপনি।
EMI- কমাতে কাজে আসবে ই-মেল ?হোম লোন ইএমআই হল কর্মজীবী মানুষ এবং পেশাদার উভয়ের জন্য সবচেয়ে বড় মাসিক খরচ। যদি আপনার ইএমআই শুধুমাত্র একটি ই-মেইল দিয়ে কমানো যায়? আপনাকে আপনার ব্যাঙ্কে একটি ই-মেইল লিখতে হবে, যা আপনাকে প্রতি মাসে আপনার হোম লোনের সুদ পরিবর্তন করতে সাহায্য করবে। আপনি যদি মনে করেন আপনার হোম লোনের সুদ বেশি, আপনি শুধুমাত্র একটি ই-মেইল পাঠিয়ে তা কমাতে পারেন।
Home Loan Interest: হোমলোনে কত সুদ যাচ্ছে এখনরিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) দেশে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে গত বছর ধারাবাহিকভাবে রেপো রেট বাড়িয়েছে। ফলে বর্তমানে রেপো রেট দাঁড়িয়েছে ৬ দশমিক ৫ শতাংশে। এ কারণে উপভোক্তা ঋণের সুদও ক্রমাগত বাড়ছে। বর্তমানে গৃহঋণের সুদের হার ৮.৫ শতাংশ থেকে ১১ শতাংশের মধ্যে।
Home Loan Interest : ই-মেইলের মাধ্যমে EMI কমিয়ে দিনআপনি যদি আপনার হোম লোনের ইএমআই কমাতে চান তবে আপনাকে আপনার ব্যাঙ্কে একটি ই-মেইল লিখতে হবে। গৃহঋণকে ফ্লোটিং রেটে ট্রান্সফার করতে হবে। এর জন্য আপনাকে খুব নামমাত্র ট্রান্সফার ফি দিতে হবে। আপনার হোম লোনের সুদের হার তারপর একটি ফ্লোটিং রেটে ট্রান্সফার হবে। এই ট্রান্সফার ফি আপনার বকেয়া ঋণের পরিমাণের 0.25 শতাংশ থেকে 0.50 শতাংশ পর্যন্ত হতে পারে। সুদের হার একটি ফ্লোটিং হারে নির্ধারিত হয়। আরবিআই-এর রেপো রেট পরিবর্তনের সঙ্গে আপনার ইএমআই-এর সুদের হারও পরিবর্তিত হবে।
RBI New Law: নিয়ম বদল করল আরবিআইসম্প্রতি RBI ঋণ সংক্রান্ত নিয়ম পরিবর্তন করেছে। এর আগে যখন রেপো রেট বাড়ানো হয়েছিল, ব্যাঙ্কগুলি হোম লোনের মেয়াদ বাড়ানো ছাড়াই হোম লোনের ইএমআই বাড়িয়ে দিত। এখন তা নিষিদ্ধ করা হয়েছে। এখন এর জন্য ব্যাঙ্কগুলিকে তাদের গ্রাহকদের আগে থেকেই অনুমতি নিতে হবে। সেই ক্ষেত্রে জনগণের কাছে ঋণকে নির্দিষ্ট সুদের হার বা ফ্লোটিং হারে ট্রান্সফার করার বিকল্প থাকবে।