LIC Dhan Sanchay Saving Plan Launch: গ্রাহকদের সুবিধার্থে নতুন পলিসি আনল LIC। ধন সঞ্চয় (LIC Dhan Sanchay Policy) পরিকল্পনা নামে নতুন বিমা পলিসি চালু করেছে কোম্পানি। বিনিয়োগকারীরা 14 জুন থেকে এলআইসির এই নতুন বিমা পলিসিতে বিনিয়োগ করতে পারছেন।


LIC New Policy: ধন সঞ্চয় পলিসি
এলআইসির ধন সঞ্চয় পলিসিতে পলিসিধারকের মৃত্যুর পর পলিসির মেয়াদকালে পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া হবে। পাশাপাশি পলিসির মেয়াদ পূর্ণ হওয়ার পর নিশ্চিত আয়ের সুযোগ দেয় LIC Dhan Sanchay Saving Plan। 


LIC Dhan Sanchay Policy: ৫-১৫ বছরের জন্য হবে পলিসি


এলআইসি  জানিয়েছে , এই প্ল্যানের মেয়াদ পূরণের পর পলিসি হোল্ডার বা তার পরিবারকে পেমেন্টের সময় নিশ্চিত সুবিধা দেওয়া হবে। এর সাথে গ্যারান্টিযুক্ত 'টার্মিনাল বেনিফিট'ও পাবে পরিবার। এলআইসির ধন সঞ্চয় পরিকল্পনা 5 বছর থেকে সর্বোচ্চ 15 বছর পর্যন্ত করা যেতে পারে। এ ছাড়াও এই পলিসির আওতায় নির্দিষ্ট আয়ের সুবিধা পাওয়া যাবে। এর সাথে আয়ের সুবিধা বৃদ্ধি, একক প্রিমিয়াম স্তরের আয়ের সুবিধা ও  সিঙ্গল প্ল্যানও পাওয়া যাবে। এলআইসি ধন সঞ্চয় পরিকল্পনায় লোনের সুবিধাও পাবেন পলিসিহোল্ডার । এতে আপনি অতিরিক্ত টাকা দিয়ে রাইডার কিনতে পারেন।


LIC Dhan Sanchay Policy: এলআইসি চারটি পরিকল্পনা চালু করেছে


এলআইসি ধন সঞ্জয় যোজনা পলিসি গ্রহণ করতে হলে আবেদনকারীর ন্যূনতম বয়স হতে হবে ৩ বছর। তবে মৃত্যুকালে নিশ্চিত ধনরাশি দেওয়ার ভিত্তিতে চারটি ভাগে ভাগ করা হয়েছে এই পরিকল্পনা। সেই অনুয়ায়ী A ও B বিকল্পের সুবিধা পেতে পলিসিহোল্ডারের বয়স 50 বছর হতে হবে। বিকল্প C-এর জন্য পলিসিহোল্ডারের বয়স 65 বছর ও D বিকল্পের সুবিধা পেতে 40 বছর বয়স হতে হবে। এই পলিসির অধীনে A ও B পলিসি হোল্ডারের মৃত্যুর সময় 3,30,000 টাকার নিশ্চিত বিমারাশি পাওয়া যাবে। এছাড়াও, প্ল্যান সি এর অধীনে 2,50,000 টাকার ন্যূনতম বিমার টাকা পাবে পলিসি হোল্ডারের পরিবার। প্ল্যান ডি-তে কারও মৃত্যু হলে 2,20,000 টাকার নিশ্চিত বিমার টাকা পাবে পরিবার। তবে এই প্ল্যানগুলির ক্ষেত্রে সর্বাধিক প্রিমিয়াম সীমা নির্ধারণ করেনি LIC।


LIC Dhan Sanchay Policy: এলআইসির ধন সঞ্চয় পরিকল্পনা কোথায় কিনবেন ?
এলআইসি ধন সঞ্চয় পলিসি এজেন্ট বা অন্যান্য মধ্যস্থতাকারীদের মাধ্যমে অফলাইনে কিনতে পারেন গ্রাহক। এ ছাড়াও অনলাইনে সরাসরি www.licindia.in  ওয়েবসাইটে গিয়ে কেনা যাবে এই পলিসি।


আরও পড়ুন : LIC Policy Surrender: LIC পলিসি সারেন্ডার করলেই পুরো টাকা পাবেন ! আসল নিয়ম জানেন ?