New Year 2023: বছরের শুরুতেই ক্যালেন্ডারের দিকে এই কারণে চোখ যায় চাকরিজীবীদের। সাপ্তাহিক ছুটির দিনে উৎসবের ছুটি পড়ায় কতগুলি ছুটি হারাবেন, তা আগেই দেখে নেন সবাই। জেনে নিন, চলতি বছরে কতগুলি ছুটি হারাবেন আপনি।
১৪ জানুয়ারি 2023, মকর সংক্রান্তি, পোঙ্গল - শনিবারএবার মকর সংক্রান্তি ও পোঙ্গল উভয় উৎসবই ১৪ জানুয়ারি শনিবার পড়ছে। এতে একটি ছুটি কমেছে। যেসব জায়গায় পাঁচ দিনের সপ্তাহ থাকে,সেখানে শনিবারও বন্ধ থাকে। বছরের প্রথম মাসেই সেই কারণে একটি ছুটির দিন হারাবেন আপনি।
১৮ ফেব্রুয়ারি 2023, মহাশিবরাত্রি, শনিবার2023 সালে, মহাশিবরাত্রি উৎসব একটি শনিবার পড়ছে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আলাদাভাবে এই উৎসবের ছুটি পাওয়া যাবে না। তবে এই পরিস্থিতিতে উপকৃত হয়েছেন যারা শুধু রবিবার ছুটি পান। তারা শনিবার ও রবিবার ছুটি পাবে।
২২ এপ্রিল 2023, ঈদ-উল-ফিতর, শনিবারচাঁদ দেখা গেলেই ঈদের ছুটির বিষয়ে নিশ্চিত তথ্য থাকলেও এখন পর্যন্ত ক্যালেন্ডার অনুযায়ী ঈদ হবে ২২ এপ্রিল। এই দিনটিও শনিবার পড়েছে। এখানেও সাপ্তাহিক ছুটির কারণে আপনার একটি ছুটি হারাবেন।
২২ অক্টোবর 2023, দুর্গা অষ্টমী, রবিবারএবার দুর্গা অষ্টমী পড়ছে রবিবার। এই কারণে আরও একটি উৎসবের ছুটি হারাবেন। এতে অষ্টমী থেকে দশমী পর্যন্ত ছুটি উপভোগ করা ব্যক্তিদের ক্ষতি হবে। এখন শুধু নবমী ও দশমীর ছুটি পাবেন তাঁরা।
১২ নভেম্বর 2023, দীপাবলি, রবিবারদীপাবলি চলতি বছরের অন্যতম বড় উত্সব। এ বারও এইদিন একটি রবিবার পড়েছে। চলতি বছর দীপাবলি ১২ নভেম্বর রবিবার পড়েছে। যাতে দীপাবলির সময় তিন-চার দিনের ছুটির তালিকা থেকে একটি কমল।
১৯ নভেম্বর 2023, ছট পূজা, রবিবারএ বছর ছট পূজাও রবিবার। এভাবে আরেকটি বড় ছুটি নষ্ট হবে। এই সম্পূর্ণ তালিকা দেখে বলা যায়, এ বছর অনেক ছুটি কমবে।