RBI Order: সোনার বিনিময়ে ঋণ দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় ব্যাঙ্ক। এবার থেকে নন ব্যাঙ্কিং ফিনান্স কর্পোরেশন সংস্থাগুলি কোনও গ্রাহককে সোনার বিনিময়ে ঋণের ক্ষেত্রে ২০ হাজার টাকার বেশি নগদ দিতে পারবে না। রিজার্ভ ব্যাঙ্ক (RBI Order) এই নতুন আয়করের নিয়ম মেনে চলতে বলেছে সমস্ত NBFCগুলিকে। এই সপ্তাহের শুরুতেই রিজার্ভ ব্যাঙ্ক সোনার বিনিময়ে ঋণ (Gold Loan) দেওয়ার ক্ষেত্রে NBFCগুলিকে এই নিয়ম মেনে চলতে বলেছে। কেন্দ্রীয় ব্যাঙ্ক এই ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলিকে আয়কর আইনের ধারা 269SS অনুসরণ করতে বলেছে।


সম্প্রতি IIFL ফিনান্স সংস্থার কিছু বিষয় পর্যালোচনার সময় আরবিআই উদ্বেগ প্রকাশ করেছিল আর তাঁর জন্যেই এই সংস্থাকে কোনও রকম গোল্ড লোন (Gold Loan) দেওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। রিজার্ভ ব্যাঙ্কের (RBI Order) এই পরামর্শে মনপ্পুরম ফিনান্সের এমডি ও সিইও ভিপি নন্দকুমার বলেছেন যে নগদে ঋণ দেওয়ার ক্ষেত্রে ২০ হাজার টাকার সীমা জারি করা হয়েছে।


তিনি জানান যে, মনপ্পুরম ফিনান্সের এই গোল্ড লোনের ক্ষেত্রে অর্ধেক টাকা অনলাইন মোডে পাঠান হয় গ্রাহককে। যদিও সংস্থার কোনও শাখা থেকে ঋণ তুলতে গেলেও তাঁদের ক্ষেত্রে ফান্ড ট্রান্সফারের মাধ্যমেই টাকা পাঠান হয়। ইনডেল মানির সিইও উমেশ মোহানান জানিয়েছেন, গ্রামীণ এলাকার বহু লোক এই অনলাইন মোডে টাকা পাঠানর ব্যাপারে অবগত নয় বলে সেক্ষেত্রে সোনার বিনিময়ে ঋণ নিতে গেলে তাঁরা খানিক সমস্যা পড়তে পারেন। আবার জরুরি পরিস্থিতিতে সোনার ঋণ নিতেও বাধা আসতে পারে রিজার্ভ ব্যাঙ্কের এই নতুন নিয়মের ফলে।


এর আগে রিজার্ভ ব্যাঙ্কের (RBI Order) নজরে এসেছিল যে কোনও কো-ল্যাটারাল ছাড়াই কিছু কিছু ব্যাঙ্কে ঋণ মঞ্জুর হয়েছিল। ফলে সোনার বিনিময়ে ঋণের সমস্ত তথ্য ব্যাঙ্কের কাছ থেকে চেয়ে পাঠায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। গোল্ড লোনে প্রতারণা ও জালিয়াতি রুখতে কড়া পদক্ষেপ করেছিল আরবিআই। এসব ক্ষেত্রে কর্মীরা ঋণের প্রসেসিং ফি নিজে থেকেই ব্যাঙ্কের এক্সপেন্স অ্যাকাউন্ট থেকে দিয়ে দেন। সুদের টাকা জমা দেওয়ার ক্ষেত্রেও সিস্টেমে বেশ কিছু কারসাজি ধরা পড়েছে রিজার্ভ ব্যাঙ্কের। এর মাধ্যমে RBI দেখে নিতে চাইছে যে সেই সমস্ত ব্যাঙ্কগুলির ঋণদানের প্রক্রিয়া কেন্দ্রীয় ব্যাঙ্কের নির্ধারিত মাপকাঠিগুলি পূরণ করছে কিনা।


আরও পড়ুন: Gold Silver Price: অক্ষয় তৃতীয়ায় বিরাট হেরফের সোনার দামে, আজ শুভদিনে সোনা কিনলে খরচ কি বেশি হবে ?