LPG Price Hike Impact: রান্নার গ্যাসের জ্বালায় এবার 'পুড়তে পারে' পকেট। ১ জুন থেকেই নতুন রেট ঘোষণা হবে এলপিজি সিলিন্ডারের। সূত্রের খবর, এবার ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম ১১০০ টাকা ছাড়িয়ে যেতে পারে।


LPG Price Hike: এখন কোথায় কত দাম ? 
গৃহস্থ্যের হেঁশেলে পড়তে পারে আরও টান। আরও দাম বাড়তে পারে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের। এমন পরিস্থিতিতে আজই গ্যাস বুকিং করে রাখতে পারেন আপনি। বর্তমানে দিল্লিতে ঘরোয়া রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে, ১০০৩ টাকা, মুম্বইতে ১০০২.৫ টাকা, কলকাতায় ১০২৯ টাকা ও চেন্নাইতে ১০৫৮ টাকা। স্বাভাবিকভাবেই প্রতিনিয়ত রান্নার গ্যাসের দাম বৃদ্ধিতে নাজেহাল অবস্থা হচ্ছে সাধারণ মানুষের।


LPG Price Hike: মে মাসে দাম বেড়েছে দু-বার 
এমনিতেই এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি নিয়ে সমস্যা বেড়েছে হেঁশেলে। মে মাসে দু-বার দেশীয় এলপিজির দাম বাড়িয়েছে অয়েল মার্কেটিং কোম্পানিগুলি। চলতি মাসে প্রথমে ৭ মে রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়। ১৪.২ কেজি সিলিন্ডারের দাম সেবার ৫০ টাকা বাড়ে। পরবর্তীকালে ১৯ মে ৩.৫ টাকা বৃদ্ধি করা হয়েছিল এলপিজি সিলিন্ডারের দাম। অর্থাৎ ১ মাসে এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে মোট ৫৩.৫ টাকা। বিশ্ব বাজারে গ্যাসের দামের ঊর্ধ্বমুখী গ্রাফ দেখলে মনে হতেই পারে ১ জুন ফের দাম বাড়বে।


LPG Price Hike: বাণিজ্যিক সিলিন্ডারের দামও বাড়তে পারে  ১ মে, ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছিল। দিল্লিতে এর দাম ১০২ টাকা বৃদ্ধি করা হয়েছিল। পরে রাজধানীতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়িয়ে ২৩৫৫.৫ টাকা করা হয়েছিল। পাশাপাশি ৫ কেজি ছোট এলপিজি সিলিন্ডারের দাম বাড়িয়ে ৬৫৫ টাকা করা হয়। জুনে ফের বাড়তে পারে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম।


LPG Price Hike: কীভাবে দাম ঠিক হয় গ্যাসের ?
দেশে এলপিজি গ্যাসের দাম নির্ধারিত হয় আমদানি সমতা মূল্যের ভিত্তিতে। একে Import Parity Price (IPP) বলা হয়। ভারতে গ্যাসের বেশিরভাগ সরবরাহ আমদানির উপর ভিত্তি করে হয়। তাই আইপিপি আন্তর্জাতিক বাজারের দাম অনুযায়ী নির্ধারিত হয়। ভারতে এলপিজির মানদণ্ড বা দাম নির্ধারিত হয় সৌদি আরামোকের এলপিজির দাম অনুসারে। বিশ্বের সবচেয়ে বড় তেল কোম্পানি যে দামে এলপিজি বিক্রি করে তার ভিত্তিতে দেশীয় বাজারে দাম নির্ধারিত হয়। এলপিজির দাম শুধু গ্যাসের দাম নয়। এর মধ্যে কাস্টম ডিউটি, পরিবহণ ও বিমার মতো অন্যান্য বিষয়গুলি অন্তর্ভুক্ত থাকে।


LPG Price Hike: গ্যাসের দামে প্রভাব ফেলে এই কারণগুলি
আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম ভারতের গ্যাসের দামে প্রভাব ফেলে। সঙ্গে ডলারের তুলনায় রুপি দুর্বল হলে আরও বেশি চিন্তা বাড়ে । কারণ আন্তর্জাতিক বাজারে ডলারে গ্যাস কিনতে হয় ভারতকে। সেই ক্ষেত্রে রুপি দুর্বল হলে বেশি দাম চোকাতে হয়। বর্তমানে ভূ-রাজনৈতিক কারণে গ্যাসের সরবরাহ চাহিদা অনুযায়ী হচ্ছে না।স্বাভাবিকভাবেই এটি গ্যাসের দাম বৃদ্ধির একটি অন্যতম কারণ।


আরও পড়ুন : PM Kisan Samman Nidhi: পিএম কিষাণের টাকা পাননি ! এইভাবে দেখে নিন অ্যাকাউন্ট ?