PM Kisan Samman Scheme: প্রতীক্ষার সময় আজ শেষ হতে চলেছে। আজ কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে পিএম কিষাণ যোজনার ২০০০ টাকা। মোদি সরকারের অষ্টম বার্ষিকী উদযাপন উপলক্ষে এই টাকা দিতে চলেছে সরকার।


PM Kisan: কীভাবে আসবে টাকা ?
আজ প্রধানমন্ত্রী বোতাম টিপে 10 কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 21,000 কোটি টাকা পাঠাবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে খবর, প্রধানমন্ত্রী হিমাচল প্রদেশের রাজধানী সিমলায় অনুষ্ঠিত গরিব কল্যাণ সম্মেলনে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার (পিএম কিষাণ সম্মান নিধি যোজনা) অধীনে 11 তম কিস্তির টাকা পাঠাবেন। 


PM Kisan Samman Scheme: কৃষকদের অ্যাকাউন্টে আসবে ১১তম কিস্তি
প্রধানমন্ত্রী আজ কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে 11 তম কিস্তির টাকা কৃষকদের পাঠানোর পাশাপাশি পিএম কিষাণ (PM-KISAN) স্কিমের সুবিধাভোগীদের সঙ্গেও কথা বলবেন। পরিসংখ্যান বলছে, পিএম কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত 1.80 লক্ষ কোটি টাকা পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী মোদী নিজেও তাঁর টুইটার হ্যান্ডেলের মাধ্যমে এই অনুষ্ঠানের আয়োজনের বিষয় তুলে ধরেছেন।


PM Kisan: পিএম কিষাণ যোজনা কী ?
প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার আওতায় যোগ্য কৃষক পরিবারকে প্রতি বছর 6,000 টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়। প্রতি বছর তিনটি সমান কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা স্থানান্তর করা হয়। এই কিস্তিগুলি প্রতি চার মাস অন্তর পাঠায় সরকার। অর্থাৎ বছরে তিনবার, 2000 টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয়। কেন্দ্রীয় সরকার এই টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পাঠায়। এখনও পর্যন্ত দুই হাজার টাকার 10 টি কিস্তি কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। দশম কিস্তি 2022 সালের 1 জানুয়ারি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 
স্থানান্তর করা হয়েছিল। এই টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়। সরকার এখনও পর্যন্ত এই স্কিমের আওতায় কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1.8 লক্ষ কোটি টাকা পাঠিয়েছে।


আরও পড়ুন : Jan Samarth Portal: 'জন সামর্থ পোর্টাল' আনছে সরকার, জানেন কী সুবিধা পাবেন আপনি ?