Mobile Theft : মোবাইল চুরি (Mobile Stolen) হলে সবার আগে করুন এই কাজ, না হলে বিপদ বাড়বে। মোবাইল পাওয়া তো দূর আপনার ভুলের জন্য় হাত ছাড়া হতে পারে সব ডেটা। সেই ক্ষেত্রে মোবাইল চুরি গেলেই সবার আগে করতে হবে এই তিন কাজ।

Continues below advertisement

মোবাইল আজ নিত্য প্রয়োজনীয় যন্ত্র আজকের যুগে, মোবাইল সবার জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। মোবাইল ছাড়া এক মুহূর্তও কাটানো খুবই কঠিন। ছোট-বড় প্রতিটি কাজে মানুষকে মোবাইল ব্যবহার করতে হয়। খুব সাবধানে মোবাইল ব্যবহার করতে হয়। অনেক সময় মানুষের ফোন চুরি হয়ে যায়। যে কারণে মানুষকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। মোবাইল চুরি হওয়ার পরপরই এই তিনটি কাজ করুন, তাহলে ক্ষতি হওয়ার সম্ভাবনা কমে যায়। 

Mobile Safety Tips : আপনার সিম কার্ড ব্লক করুনযদি আপনার ফোন চুরি হয়ে যায়, তাহলে প্রথমে আপনার সিম ব্লক করা উচিত। কারণ আপনার মোবাইল নম্বরটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আপনার আধার কার্ডের সঙ্গে অ্যাড করা থাকে। এমন পরিস্থিতিতে যদি এটি কারও হাতে পড়ে, তাহলে আপনার অ্যাকাউন্ট জালিয়াতির শিকার হতে পারে। এর পাশাপাশি, আপনার আধারেরও অপব্যবহার হতে পারে। এরপর আপনি সিম অপারেটরের কাছে যেতে পারেন এবং একই নম্বরের আরেকটি সিম পেতে পারেন।

Continues below advertisement

আপনার মোবাইল ব্লক করানআপনার মোবাইল হারিয়ে যাওয়ার পর আপনার তাৎক্ষণিকভাবে এটি ব্লক করা উচিত। আপনি অনলাইনেও এই সুবিধাটি ব্যবহার করতে পারেন। এর জন্য আপনাকে সেন্ট্রাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টারের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ CEIR https://www.ceir.gov.in/Home/index.jsp দেখতে হবে। এখানে আপনাকে আপনার মোবাইল সম্পর্কিত তথ্য এন্টার করতে হবে। যেখানে আপনার মোবাইল নম্বর, IMEI নম্বর এবং অন্যান্য প্রয়োজনীয় বিবরণ প্রয়োজন হবে। মোবাইলটি খুঁজে পাওয়ার পর, আপনি এখান থেকে মোবাইলটি আনব্লকও করতে পারেন।

Mobile Safety Tips : পুলিশে এফআইআর দায়ের করুনযদি আপনার মোবাইল চুরি হয়ে যায়, তাহলে প্রথমে আপনার কাছের থানায় গিয়ে এফআইআর দায়ের করা উচিত। এফআইআর দায়ের করার পর যদি আপনার মোবাইল ব্যবহার করে কোনও অবৈধ কাজ করা হয়, তাহলে আপনি তার জন্য দায়ী থাকবেন না। এর সঙ্গে এফআইআরের একটি কপি আপনার সিম ব্লক করতে এবং আপনার মোবাইল ফোন ব্লক করতেও কার্যকর হবে।