Fund Transfer Rule: ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে বদল আসছে ১ ফেব্রুয়ারি থেকেই। বদলে যাচ্ছে IMPS-এর নিয়ম। এবার থেকে আর বেনিফিসিয়ারি যোগ করতে হবে না ফান্ড ট্রান্সফারের সময়। আর তাছাড়া এবার থেকেই যে কোনও ব্যক্তি IMPS-এর মাধ্যমে সর্বাধিক ৫ লক্ষ টাকা পাঠাতে পারবেন অনলাইনেই। প্রাপকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, IFSC কোড আর দিতে হবে না, কাজ হবে MMID দিয়েই।
IMPS অর্থাৎ Immediate Payment Service-এর ক্ষেত্রে এবার থেকে বেনিফিসিয়ারি যোগ না করেই সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত পাঠানো যাবে অনলাইনেই। নতুন IMPS নিয়মে প্রাধান্য দেওয়া হবে MMID-কেই। MMID হল Mobile Money Identifier যা আসলে একটি ৭ অঙ্কের সংখ্যা ব্যাঙ্কের থেকে দেওয়া হয় মোবাইল ব্যাঙ্কিং সুবিধে চালু করার জন্য। ব্যক্তিগত পেমেন্ট পদ্ধতি জারি রাখার কাজে এটি ব্যবহৃত হয়। এক্ষেত্রে কেবলমাত্র প্রাপকের মোবাইল নম্বর এবং MMID জানা থাকলেই চলে। তবে অবশ্যই এই মোবাইল নম্বরের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকতে হবে। NPCI-এর নতুন নিয়মে আর বেনিফিসিয়ারি যোগ করার দরকার পড়বে না।
IMPS কী ?
IMPS হল একটি ফান্ড ট্রান্সফার সিস্টেম যার সাহায্যে ২৪ × ৭ অর্থাৎ দিনের যে কোনও সময় ঘরে বসেই অনলাইনে টাকা পাঠানো যায়। ইন্টারনেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এই IMPS করা যায়। একে সাধারণভাবে ডোমেস্টিক ফান্ড ট্রান্সফার ফেসিলিটি বলা হয়।
MMID কী ?
MMID এমন একটি গুরুত্বপূর্ণ ট্রানসাকশান আইডি যা প্রতিটি ব্যাঙ্ক গ্রাহককে আলাদাভাবে দিয়ে থাকে। এর প্রথম চারটি অঙ্ক ব্যাঙ্কের ইউনিক আইডি বহন করে। মোবাইল নম্বরের সঙ্গে ব্যাঙ্ক লিঙ্ক থাকলে সহজেই অনলাইনে এই আইডির দ্বারাই অ্যাকাউন্টে টাকা পাঠানো যায়।
MMID দিয়ে কীভাবে টাকা পাঠাবেন ?
- মোবাইল বা ইন্টারনেট ব্যাঙ্কিং চালু করে নিন প্রথমে।
- তারপর সেখানে যেতে হবে ফান্ড ট্রান্সফার অপশনে।
- সেখান থেকে ক্লিক করুন IMPS অপশনে।
- এখানে আপনাকে বেছে নিতে হবে প্রাপকের MMID এবং বসাতে হবে আপনার সেট করা MPIN।
- ট্রান্সফার অ্যামাউন্ট বসিয়ে কনফার্ম করলেই টাকা চলে যাবে প্রাপকের নির্দিষ্ট অ্যাকাউন্টে।
- তবে ট্রান্সফারের সময় ওটিপির মাধ্যমে আরেকবার যাচাই করে নিতে হবে ট্রানসাকশানটি।
তবে কারও ক্ষেত্রে একই নম্বরের অধীনে অনেকগুলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকলে, গ্রাহক যে অ্যাকাউন্টটি প্রাইমারি অ্যাকাউন্ট হিসেবে বেছে নেবে সেই অ্যাকাউন্ট থেকেই ট্রানসাকশান হবে। এই প্রাইমারি অ্যাকাউন্ট চাইলে বদলে নেওয়াও যায়।
আরও পড়ুন: Financial Rule Change: ১ ফেব্রুয়ারি থেকেই খরচ বাড়বে ! NPS থেকে FASTag এই ৫ নিয়মে হবে পরিবর্তন