NPS Scheme: NPS বা National Pension Scheme-এ টাকা তোলার নিয়মে বড়সড় বদল। আগামী মাস থেকেই বদলে যাবে এই নিয়ম। সম্প্রতি পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির পক্ষ থেকে NPS-এ টাকা তোলার নিয়মে কিছু রদবদল করা হয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি থেকেই কার্যকর হবে এই নিয়ম।


এই নতুন অনুসারে NPS-এ বিনিয়োগকারীরা তাদের ফান্ডে সংস্থার বিনিয়োগ ব্যতীত যে টাকা রয়েছে তাঁর মাত্র ২৫ শতাংশই এক লপ্তে তুলতে পারবেন। এর বেশি টাকা তোলার সুবিধে আগামী ১ ফেব্রুয়ারি থেকে আর পাওয়া যাবে না। আংশিক আমানত বিভিন্ন কারণে তুলতে পারবেন (Partial Withdrawl) গ্রাহকেরা।


কোন কোন ক্ষেত্রে টাকা তুলতে পারবেন ?



  • সন্তানের উচ্চশিক্ষার জন্য মোট আমানতের কিছু অংশ তুলে নিতে পারেন গ্রাহক। নিজের সন্তান ব্যতিরেকে আইনিভাবে দত্তক নেওয়া সন্তানের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে।

  • সন্তানের বিবাহের কারণেও টাকা তুলতে পারবেন। এক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।

  • গ্রাহকের নিজের নামে বা যৌথভাবে যদি একটি বাড়ি বা ফ্ল্যাট গড়তে চান, সেক্ষেত্রেও এই নিয়মে টাকা তোলা যাবে NPS অ্যাকাউন্ট থেকে।

  • কিন্তু মনে রাখতে হবে, গ্রাহকের যদি আগে থেকেই একটি বাড়ি থাকে সেক্ষেত্রে নতুন বাড়ি বা ফ্ল্যাট কেনার জন্য এই মর্মে টাকা তোলা যাবে না।

  • চিকিৎসার জন্যেও টাকা তোলা যায়। হাসপাতালে গ্রাহক ভর্তি হলে তার খরচ এবং চিকিৎসার খরচ জোগাতেও NPS থেকে টাকা তোলা (Partial Withdrawl) যায়। ক্যান্সার, কিডনি বিকল হয়ে যাওয়া, হৃদযন্ত্রের সমস্যা, অঙ্গ প্রতিস্থাপন, মাল্টিপল স্ক্লেরোসিস্, বাইপাস সার্জারি ইত্যাদি চিকিৎসার জন্য টাকা তোলা যায়।

  • গ্রাহক কোনওভাবে অক্ষম হয়ে পড়লে তাঁর প্রয়োজনেও টাকা তোলা যায় NPS থেকে।

  • নিজের কোনও ব্যবসা গড়ে তোলার জন্যে কিংবা কোনও স্কিল ডেভেলপমেন্টের খাতেও টাকা তুলতে পারবেন গ্রাহক।


কী কী বিষয় মনে রাখতে হবে ?



  • ন্যূনতম তিন বছর NPS-এ বিনিয়োগ করলে তবেই গ্রাহক টাকা তুলতে পারবেন।

  • গ্রাহকের ব্যক্তিগত NPS অ্যাকাউন্টে জমানো টাকার মাত্র ২৫ শতাংশই তিনি তুলতে পারবেন, তার বেশি নয়।

  • মনে রাখতে হবে যতদিন পর্যন্ত গ্রাহক NPS-এ বিনিয়োগ করবেন বা এই ফান্ডের মেয়াদকালের মধ্যে মাত্র ৩ বারই আংশিকভাবে টাকা তোলা যাবে।


আরও পড়ুন: Gold Loan: সোনার বদলে ধার নিয়েছেন, শোধ করতে না পারলে কী হবে ?