Aadhaar Card News: আগের থেকে এঁদের জন্য আধার কার্ড প্রক্রিয়া হল আরও সহজ। এখন থেকে নন রেসিডেন্সিয়াল ইন্ডিয়ান (NRI) ও তাঁদের সন্তানদের জন্য আধার কার্ড পাওয়া যাবে আরও দ্রুত। কেবল এই কয়েকটি ধাপ পেরোলেই হাতে আসবে নথি।


NRIs Aadhaar Card: এক কার্ড অনেক সুবিধা 
আধার কার্ড হল ভারতের নাগরিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ নথি। যা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে সরকারি প্রকল্পগুলির সুবিধা পেতে ব্যবহৃত হয়। আধার কার্ডের একটি ১২ সংখ্যার ডিজিটাল নম্বর রয়েছে, যা UIDAI দিয়ে থাকে। একটি আধার কার্ডে নাগরিকের বায়োমেট্রিক বিবরণ, নাম, মোবাইল নম্বর, ছবি, ঠিকানা ও অন্যান্য তথ্য থাকে।


Aadhaar Card News: কাদের জন্য আধার কার্ড ? 
দেশের নবজাতকের জন্যও এখন রয়েছে আধার কার্ডের সুবিধা। এ ছাড়াও এনআরআই (NRIs Aadhaar Card) জন্যও আধার কার্ড তৈরি করা যেতে পারে। UIDAI ওয়েবসাইটে FAQ সেকশনের অধীনে এনআরআইদের সন্তানরাও আধার কার্ড পাওয়ার যোগ্য।


NRIs Aadhaar Card: এনআরআই কোথায় আধার কার্ড তৈরি করতে পারে ?


যেকোনও এনআরআই ভারতের আধার সেবা কেন্দ্র থেকে আধারের জন্য আবেদন করতে পারেন। আধার সেবা কেন্দ্রে সম্পূর্ণ বিবরণ দিলে পাওয়া যাবে এই কার্ড। এর পাশাপাশি অনলাইন সুবিধা ব্যবহার করে আধার কার্ড আপডেট করতে পারেন। তবে তার বৈধ পাসপোর্ট থাকতে হবে। অন্যদিকে, যদি স্ত্রী একজন এনআরআই হন তাহলে তার পাসপোর্ট তৈরি করার জন্য একটি নথি হিসাবে ভারতীয় পাসপোর্ট থাকা বাধ্যতামূলক।


UIDAI ওয়েবসাইট অনুসারে, একজন এনআরআই UIDAI-এর সেলফ সার্ভিস পোর্টালের মাধ্যমে ও আধার কার্ডের জন্য অফলাইনে আবেদন করার জন্য কর্তৃপক্ষের প্রতিষ্ঠিত নথিভুক্তকরণ কেন্দ্রগুলিতে গিয়ে অনলাইন বা অফলাইনে আধারের জন্য আবেদন করতে পারেন।


NRIs Aadhaar Card: এনআরআই আধারের জন্য কীভাবে আবেদন করবেন


এনআরআইদের এই ক্ষেত্রে কাছের রেজিস্ট্রেশন কেন্দ্রগুলি খুঁজে পেতে UIDAI-এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপরে আবেদনকারী যেকোনও আধার কেন্দ্রে যেতে পারেন। এখন বৈধ ভারতীয় পাসপোর্ট অনুযায়ী তালিকাভুক্তি ফর্মে বিশদ বিবরণ লিখুন, এনআরআইদের জন্য তাদের ইমেল আইডি দেওয়া বাধ্যতামূলক।


এর পরে রেজিস্ট্রেশন কেন্দ্রের প্রতিনিধিরা আঙুলের ছাপ ও আইরিস স্ক্যানের মাধ্যমে বায়োমেট্রিক বিবরণ নেবেন। ফর্ম জমা দেওয়ার আগে এই বিবরণগুলি অপারেটররা যাচাই করবে। অফিসার রেজিস্ট্রেশন স্লিপে তারিখ, সময় স্ট্যাম্প সহ ১৪ সংখ্যার তালিকাভুক্তি আইডি দেবে। এটি অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস পরীক্ষা করতে কাজে আসবে আবেদনকারীর।


আরও পড়ুন : Highest Paying Jobs: এই ৫ সরকারি চাকরিতে পাবেন সবথেকে বেশি বেতন, পাশাপাশি প্রচুর সুযোগ-সুবিধা