Highest Salary & Perks In Government Jobs: সরকারি এই চাকরিতে পেতে পারেন সবথেকে বেশি বেতন ছাড়াও অন্যান্য অনেক সুবিধে। জেনে নিন,কোন কোন চাকরিতে রয়েছে বেসরকারি কোম্পানির মতো বেতন।
Highest Paying Jobs: বর্তমানে প্রাইভেট চাকরিতেও ভাল অর্থ ও সুযোগ-সুবিধা পাওয়া যায়। যদিও চাকরির নিরাপত্তার কথা ভেবে এখনও অনেকে সরকারি বিভাগেই কাজ করতে পছন্দ করেন। আপনি কি জানেন আমাদের দেশের কোন পাঁচটি সরকারি চাকরিতে সর্বোচ্চ বেতন পাওয়া যায়।
ইন্ডিয়ান ফরেন সার্ভিস (IFS)
ইন্ডিয়ান ফরেন সার্ভিসে নির্বাচিত প্রার্থীরা ভাল বেতন ও অনেক সুবিধা সহ বিদেশে থাকার সুযোগ পান। তারা তাদের জীবনের দুই-তৃতীয়াংশের থেকে বেশি সময় বিদেশে কাটান। তারা একটি দেশে সর্বোচ্চ ৩ বছর থাকতে পারেন। এরা সকলেই সিভিল সার্ভিসের মাধ্যমে নির্বাচিত হন। এঁরা সকলেই এ গ্রেডের বেতন পান ও বিদেশে থাকার জন্য বাড়ি, গাড়ি, বিনামূল্য়ে চিকিৎসা, শিশুরাও সেখানে স্কুলে বিনামূল্যে শিক্ষা পায়। এঁদের বেতন সাড়ে তিন থেকে সাড়ে চার লাখ টাকা হয়।
আইএএস ও আইপিএস
এই পদের ব্যক্তিরা নীতি নির্ধারণ থেকে শুরু করে অনেক বড় কাজে নিযুক্ত থাকেন। এঁদের প্রাথমিক বেতন মাসে ৫০ হাজার টাকা প্লাস ডিএ হয়, যা পরবর্তীতে প্রতি মাসে ২.৫ থেকে ৩.৫ লাখ টাকা পর্যন্ত হতে পারে। এ ছাড়া তারা বাংলো, গাড়ি, বিদ্যুৎ বিলে ভর্তুকি ও বিদেশে বিনামূল্যে শিক্ষার মতো অনেক সুযোগ-সুবিধা পান।
প্রতিরক্ষা বিভিগে চাকরি
প্রতিরক্ষা এমন একটি ক্ষেত্র যেখানে অ্যাডভেঞ্চার ও ঝুঁকি জড়িত তাকে। তবে এতে ভাল বেতনও পাওয়া যায়। এদের নির্বাচন NDA, CDS, AFCAT এর মতো পরীক্ষার মাধ্যমে হয়। বেতন-ভাতা পদের উপর নির্ভর করলেও প্রাথমিক স্তরে তারা মাসে ৫০ থেকে ৬০ হাজার টাকা প্লাস ডিএ পান। এর পাশাপাশি থাকার ব্যবস্থা, বিনামূল্যে রেশন, ভরণ-পোষণ ভাতা, পরিবহণ ভাতা, শিশুদের বিনামূল্যে শিক্ষা ও অবসর গ্রহণের পর পেনশনের মতো সুবিধা পান।
ISRO, DRDO-র বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ার
ISRO, DRDO ও BARC-এর মতো সংস্থাগুলি বিজ্ঞানী বা ইঞ্জিনিয়ার নিয়োগ করে থাকে। এখানে মূল বেতন ৫৫,০০০ থেকে ৬০,০০০ পর্যন্ত হতে পারে। একসঙ্গে থাকা বা ভাড়া ভাতা, পরিবহণ ভাতা, প্রতি ৬ মাস অন্তর বোনাস, ক্যান্টিনে বিনামূল্যে খাবারের মতো অনেক সুবিধা রয়েছে।
আরবিআই গ্রেড বি (RBI)
যখন ব্যাঙ্কিং পরিষেবার কথা আসে তখন আরবিআইয়ের চেয়ে ভাল আর কিছুই নয়। ব্যাঙ্কিং ক্যারিয়ার শুরু করার জন্য আরবিআই গ্রেড বি সেরা পোস্ট। এখান থেকে প্রার্থীরা ডেপুটি গভর্নর পদে পৌঁছতে পারবেন। তাদের বার্ষিক CTC ১৮ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। এন্ট্রি লেভেলে বেতন ৬৭,০০০ প্লাস ডিএ। এর পাশাপাশি তারা অনেক সুযোগ-সুবিধা পায় যেমন পশ এলাকায় ফ্ল্যাট, বছরের জন্য ১৮০ লিটার পেট্রোল ফ্রি, বাচ্চাদের লেখাপড়ার ভাতা, প্রতি দুই বছর পর পর এক লাখ টাকা ভাতা পান তাঁরা।
Education Loan Information:
Calculate Education Loan EMI