Government Employees News: অঙ্গ দানের মতো মানবিক কাজকে উৎসাহিত করতে এবার নতুন নিয়ম আনল সরকার। এবার থেকে অঙ্গদান করলে ৪২ দিনের ছুটি পাবেন সরকারি কর্মীরা।


Organ Donation: কী বলা হয়েছে সরকারি নোটিসে ?
ডিপার্টমেন্ট অফ পার্সোনেল অ্যান্ড ট্রেনিং (DOPT)-এর সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অঙ্গ দান একটি বড় অস্ত্রোপচার, যার পর সুস্থ হতে সময় লাগে। এতে হাসপাতালে ভর্তি থেকে শুরু করে বিশ্রাম ও চিকিৎসা সবই অন্তর্ভুক্ত। এই কারণে দীর্ঘ ছুটি (মেডিকেল লিভ) প্রয়োজন। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে কাউকে সাহায্য করতে ও অঙ্গ দানকে উৎসাহিত করতে এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।


DoPT আরও বলেছে, এই ধরনের ক্ষেত্রে সরকারি কর্মচারীদের ৪২ দিনের ছুটি দেওয়া হবে। কেন্দ্রীয় কর্মীদের এই বিশেষ ছুটি দেওয়া হয়েছে। বর্তমান নিয়মে বলা হয়েছে, একটি ক্যালেন্ডার বছরে সর্বাধিক ৩০ দিন 'স্পেশ্যাল ক্যাজুয়াল হলিডে' ছুটি হিসাবে দেওয়া যেতে পারে।


Organ Donation: কে পাবে এই ছুটি?
কেন্দ্রীয় কর্মচারীদের এই ছুটিগুলি নতুন সিস্টেমের আওতায় ২৫ এপ্রিল ২০২৩ থেকে কার্যকর হয়েছে। সরকারি ডেপুটেশনে বলা হয়েছে, ১৯৭২ সালের বিধি ২ এর পরিপ্রেক্ষিতে ৪২ দিনের ছুটির নিয়ম সিভিল সার্ভিস ও ভারতের ইউনিয়নের অন্যান্য পদে নিযুক্ত সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য। এর অর্থ, এই ছুটি রেলওয়ে কর্মচারী, সর্বভারতীয় পরিষেবার সদস্য, চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে।


Government Employees News: সরকারি কর্মচারীরা চিকিৎসা সুবিধা পাচ্ছেন
ছুটির দিন ছাড়াও কেন্দ্রীয় সরকার তার কর্মচারীদের জন্য ওষুধ, গুরুতর রোগের চিকিৎসা ও যেকোনও ধরনের পরীক্ষা ইত্যাদির খরচও কভার করে। সরকার প্রয়োজনের ভিত্তিতে কর্মচারীদের চিকিৎসা ভাতা ও সুযোগ-সুবিধা দিয়ে থাকে। একই সময়ে কিছু স্কিমের জন্য চিকিৎসা ব্যয়ে ভর্তুকির বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে।


আরও পড়ুন : Small Savings Scheme: এই স্কিমে ৩৩৩ টাকা দিয়ে পান ১৬ লাখ,জেনে নিন কীভাবে