Pahalgam Attack : পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে ফুঁসছে ভারত। এই সময় ভারতের মাটিতে পাকিস্তানের পতাকার অবমাননা করছে অনেকেই। জানেন, যদি কেউ এর উল্টো কিছু করে, তাহলে কী সাজা হবে ? ভারতের মাটিতে কেউ পাকিস্তানের পতাকা তুললে বা পাকিস্তান জিন্দাবাদ বললে সেই ক্ষেত্রে রয়েছে বড় শাস্তি।

হামলা এখন শুধু সময়ের অপেক্ষা

বিশ্বের প্রতিটি দেশেই রয়েছে সার্বভৌমত্ব বজায় রাখার নিয়ম। বিদেশি ও দেশে বসবাসকারী নাগরিকদের সেগুলি মেনে চলতে হয়। যদি কেউ এই নিয়মগুলি কোনওভাবে ভাঙে বা তা উপেক্ষা করে, তাহলে ব্যবস্থা নেওয়া হতে পারে। বর্তমানে পাকিস্তান ও ভারতের মধ্যে সম্পর্ক ভালো নয়। দুই দেশের মধ্যে পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে।

সম্প্রতি পাকিস্তানের কিছু সন্ত্রাসবাদী কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলা চালিয়েছে। এরপর ভারতে যদি কেউ পাকিস্তানের পতাকা তোলে বা পাকিস্তান জিন্দাবাদ বলে তাহলে অবিলম্বে তাকে গ্রেফতার করা হতে পারে। জেনে নিন, পুরো নিয়ম। 

পাকিস্তান জিন্দাবাদ বললে গ্রেফাতার করা হবে

 ভারত একটি সার্বভৌম দেশ। যা সংবিধান মেনে চলে। কিন্তু আপনি এমন কিছু করতে পারবেন না যা ভারতের ঐক্য, অখণ্ডতা ও সার্বভৌমত্বকে বিপন্ন করে। আপনি এমন কিছু বলতে পারবেন না।যা আপনি পাকিস্তান জিন্দাবাদ স্লোগান তুলতে পারবেন না। এখানে আপনি পাকিস্তানের পতাকাও তুলতে পারবেন না। 

ভারতের ঐক্য ও অখণ্ডতার উপর কোনও প্রশ্ন উঠলে পুলিশ আপনাকে গ্রেফতার করতে পারে। আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। এমনকি যদি তুমি সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের সমর্থনে কিছু পোস্ট করো, তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।

এই ধারাগুলির অধীনে মামলা দায়ের করা হতে পারেআগে যদি কেউ ভারতের ঐক্য, অখণ্ডতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনও বক্তব্য রাখে বা এমন কোনও কাজ করে, তাহলে তাকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফাতার করা হতে পারে। এর জন্য IPC-এর ধারা 124A-এর অধীনে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এখন ভারতে IPC-র পরিবর্তে ভারতীয় ন্যায় সংহিতা (BNS )কার্যকর করা হয়েছে।

এখন এই ক্ষেত্রে, BNS ধারা 150-এর অধীনে ব্যবস্থা নেওয়া যেতে পারে। যার মধ্যে মৌখিক, লিখিত বা ডিজিটাল সকল ফর্ম্যাট অন্তর্ভুক্ত রয়েছে। এই ক্ষেত্রে 7 বছর পর্যন্ত কারাদণ্ড ও জরিমানা হতে পারে। অপরাধের ধরন দেখে এই শাস্তিও বাড়ানো হতে পারে।