Continues below advertisement

 

 

Continues below advertisement

Pan Aadhaar Link : হাতে রয়েছে আরও কিছুদিন। এখন থেকেই সতর্ক না হলে সমস্যা বাড়বে আপনার। সম্প্রতি ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) আধার কার্ডহোল্ডারদের জন্য নতুন নিয়ম তৈরি করেছে। সেই নিয়ম অনুয়ায়ী, এখন ৩১ ডিসেম্বর, ২০২৫ এর আগে আপনার প্যান কার্ড আধারের সঙ্গে লিঙ্ক (Pan Card Link) করা বাধ্যতামূলক। অন্যথায় আপনার পারমানেন্ট অ্যাকাউন্ট নম্বর (PAN) কার্ড ১ জানুয়ারি ২০২৬ থেকে কাজ করবে না।

আপনার প্যানকে আধারের সঙ্গে লিঙ্ক করতে এবং আপনার দুটি নথি ইতিমধ্যেই লিঙ্ক করা আছে কিনা তা পরীক্ষা করতে নীচের ধাপে ধাপে নির্দেশিকা অনুসরণ করুন।

প্যান কার্ডকে আধারের সঙ্গে কীভাবে লিঙ্ক করবেন ?

১ এই লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল আয়কর ই-ফিলিং পোর্টালে যান (https://www.incometax.gov.in/iec/foportal/)

২ বাম পাশের প্যানেলে "লিঙ্ক আধার" এ ক্লিক করুন।

৩ আপনার প্যান নম্বর এবং আধার নম্বর লিখুন এবং "validate" প্রেস করুন এবং আপনার প্যানটি আধারের সঙ্গে লিঙ্ক করুন।

 

কীভাবে প্যান-আধার লিঙ্ক চেক করবেন ?

আপনার প্যান এবং আধার ইতিমধ্যেই লিঙ্ক করা আছে কিনা তা আপনি নীচের পদক্ষেপগুলি অনুসরণ করে পরীক্ষা করতে পারেন;

১ প্রথমে আয়কর পোর্টালে যান (https://www.incometax.gov.in/iec/foportal/)

লিঙ্ক আধার স্ট্যাটাস” এ ক্লিক করুন এবং আপনার প্যান এবং আধারের বিবরণ লিখুন।

৩ আপনার প্যান ও আধার লিঙ্ক করা আছে কিনা তা পরীক্ষা করতে “View Link Aadhaar Statusএ ক্লিক করুন।

SMS এর মাধ্যমে PAN-Aadhaar লিঙ্কের স্ট্যাটাস কীভাবে চেক করবেন ?

এছাড়াও, আপনি একটি সাধারণ SMS এর মাধ্যমে আপনার আধার-প্যান লিঙ্কের স্ট্যাটাসও পরীক্ষা করতে পারেন। কীভাবে তা এখানে দেওয়া হল;

১ ‘UIDPAN <12-সংখ্যার Aadhaar> <10-সংখ্যার PAN>’ টাইপ করুন

২ 567678 অথবা 56161 নম্বরে টেক্সটটি পাঠান।

৩ আপনার আধার-প্যান লিঙ্কের অবস্থা সম্পর্কে একটি নিশ্চিতকরণ বার্তা পাবেন।

আপনার প্যান কার্ডকে আধারের সঙ্গে কেন লিঙ্ক করতে হবে ?

যেমনটি আগেই উল্লেখ করা হয়েছে, এখন প্রত্যেকের জন্য তাদের প্যান কার্ডকে আধারের সঙ্গে লিঙ্ক করা বাধ্যতামূলক, অন্যথায় আপনার প্যান কার্ডটি 1 জানুয়ারি, 2026 তারিখ থেকে কাজ করবে না। যদি আপনি 31, 2025 রাত 11:59 এর মধ্যে প্যান-আধার লিঙ্কটি সম্পূর্ণ না করেন, তাহলেই এই ঘটনা ঘটবে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ, আধার-প্যান লিঙ্কটি সম্পূর্ণ করার জন্য ব্যবহারকারীর মোবাইল নম্বরটি আধারের সঙ্গে লিঙ্ক করা আবশ্যক।